Weather

নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি

রাজ্য

সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলা গুলোয় চলবে বৃষ্টি, কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে চলতে থাকবে বৃষ্টি। 
নিম্নচাপের জন্য বৃহস্পতিবার রাত থেকে কলকাতা সহ আশ পাশের জেলা গুলোয় শুরু হয়েছে বৃষ্টি। যার জন্য শহরের একাধিক রাস্তায় জল জমেছে। ব্যহত হয়েছে যান চলাচল। বিবি গাঙ্গুলি স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ফিয়ার্স লেন, এমজি রোডের একাংশে এবং কলেজ স্ট্রিট বাটার কাছে জল জমে রয়েছে। কলকাতার পাশাপাশি দমদম, কামারহাটির মতো অঞ্চলের একাধিক এলাকা জলের তলায়। উত্তর কলকাতার বহুবাজার, গরিশ পার্ক অঞ্চলে পুরনো বাড়ি ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে বৃষ্টির কারণে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন অংশ উত্তাল থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা। সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment