ভর দুপুরে আগ্নেয় অস্ত্র দেখিয়ে যাত্রীবাহি বাসকে দাঁড় করিয়ে বাসে ছিনতাই। ঘটনাটি ঘটেছে খোদ মেদিনীপুর শহরে। যার ফলে গোটা মেদিনীপুর শহর জুড়ে শোরগোল পরে গেছে। আইন শৃঙ্খলার অবনমন নিয়ে চিন্তিত সাধারণ মানুষ ।
শুক্রবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের মহাতাবপুর মৌজার শশ্মাণঘাট সংলগ্ন এলাকার ব্যস্ততম সড়ক রাস্তার উপর। রাস্তার উপর একটি বাম্পার রয়েছে। স্বাভাবিক কারণে যাত্রীবাহি বাস গতি কম ছিলো। হঠাৎ করে বাসটির সামনে কাপড়ে মুখ ঢাকা ৫ ব্যাক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাসটিকে দাঁড় করায়। বাসটি দা়ড়িয়ে পড়লে, তিন ব্যাক্তি বাসে উঠে পড়ে। একজন ব্যাক্তিকেই নির্দিষ্ট করে তার কাছ থেকে একটি ব্যাগ ছিনতাই করে নেমে আসে। এরপর দুইটি বাইকের একটিতে তিন জন, অপরটিতে দুই জন চেপে চম্পট দেয়। বাসযাত্রীদের চেঁচামেচিতে স্থানীয় মানুষরা ছুটে যায়। তখনই বাস যাত্রীরা এক যুবককে দেখিয়ে বলেন, উনার কাছ থেকে একটি ব্যাগ ছিনতাই করে বন্দুক উঁচিয়ে মুখ ঢাকা তিন ব্যাক্তি নেমে চলে গেছে।
বাসটি মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে রওনা দিয়েছিলো গোপীবল্লভপুর যাওয়ার জন্য। দুপুরে বাসে যাত্রীও কম ছিলো। তবে যার ব্যাগ ছিনতাই হয়েছে সেই ব্যাক্তিও বাস থেকে নেমে চলে যায়। দুষ্কৃতীরা আগে থেকেই টার্গেট করেই বাস দাঁড় করিয়ে ছিল। এই ছিনতাই ঘটনার পিছনে কোনো বড় ধরনের পাচার জড়িত থাকার ঘটনা হতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। কিন্ত তার আগেই যাত্রীবাহি বাসটি ছেড়ে চলে যায়। এমনকি যে ব্যাক্তির ব্যাগ ছিনতাই হলো সেই ব্যাক্তিরও খোঁজ পাওয়া যায়নি। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনার সত্যতা জানতে পেরেছে। পুলিশ বর্তমানে ওই বাস এবং ছিনতাই হওয়া ব্যাগের মালিকের খোঁজ করছে। মেদিনীপুর শহরের বুকে এই ঘটনার পর এলাকায় যথেষ্ট আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশ প্রসাশন সূত্রে জানা যায়। দুইটি বাইকে ৫ ব্যাক্তির কাপড়ে মুখ ঢাকা দিয়ে এমন ছিনতাই কারীদের ছবি সংগ্রহের চেষ্টা চলছে।
robbed
আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাস থামিয়ে ছিনতাই মেদিনীপুর শহরে

×
Comments :0