কেরালার কলেজ বিশ্ববিদ্যালয়ে গৈরিকীকরণের বিরুদ্ধে থিরুবনন্তপুরামে পথে নামলো এসএফআই, ডিওয়াইএফআই কেরালা রাজ্য কমিটি। রাজভবনের অনুষ্ঠানে ভারত মাতার ছবি ব্যবহারকে কেন্দ্র করে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। এদিন সেই ঘটনার রেশ ধরে রাজভবন অভিযানের ডাক দেয় এসএফআই এবং ডিওয়াইএফআই। তাদের দাবি রাজভবনের পক্ষ থেকে উচ্চ-শিক্ষায় আরএসএসের যেই এজেন্ডা তা বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে।
সম্প্রতি রাজভবনের পক্ষ থেকে আয়োজিত পড়ুয়াদের একটি পুরষ্কার অনুষ্ঠানে আরএসএসের প্রচারিত ভারত মাতার ছবি ব্যবহার করা হয়। তার বিরোধী করে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন কেরালার শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি। মন্ত্রীর এই আচরণের তীব্র নিন্দা জানায় রাজভবন। রাজভবনের পক্ষ থেকে দাবি করা হয় এই আচরণ রাজ্যপালকে অসম্মানিত করার পাশাপাশি উপস্থিত পড়ুয়াদেরও অসম্মানিত করা হয়েছে। সিভানকুট্টির দাবি রাজভবন ভারত মাতার যেই ছবি অনুষ্ঠানে ব্যবহার করেছে তা আরএসএসের বিভিন্ন অনুষ্ঠানে এবং দপ্তরে দেখা যায়। ওই একই অনুষ্ঠান থেকে কেরালা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারত মাতার ছবি ব্যবহারের প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসার জন্য তাকে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পদক্ষেপের বিরুদ্ধেও সরব হয়েছে এসএফআই।
এদিন মিছিল রাজভবনের কাছে পৌঁছালে জল কামান ব্যবহার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ছাত্র যুব কর্মীদের।
SFI DYFI KERALA
শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টা বিরুদ্ধে কেরালায় প্রতিবাদ এসএফআই, ডিওয়াইএফআইয়ের

×
Comments :0