নির্বাচনে পরাজয়ের পর ইউটিউব চ্যানেল খুললেন প্রাক্তন আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ। প্রাক্তন আপ বিধায়কের নতুন ইউটিউব চ্যানেলের নাম ‘বেরোজগার নেতা’। আপ নেতার দাবি তিনি সামাজিকমাধ্যমে বিভিন্ন বিষয় মানুষে কাছে তুলে ধরবেন। প্রথম যেই ভিডিও তিনি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে নির্বাচনে পরাজয়ের পর তার জীবনে কি পরিবর্তন এসেছে।
সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে গ্রেটার কৌলাস কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন সৌরভ ভরদ্বাজ। তার কথায় এই চ্যানেলের মাধ্যমে তিনি মানুষের সাথে সরাসরি কথা বলতে পারবেন, কমেন্টের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশ্নের খোলাখুলি উত্তরও দিতে পারবেন। এক্সহ্যান্ডেলে প্রথম নিজের ইউটিউব চ্যানেলের কথা প্রথম জানান সৌরভ।
গ্রেটার কৌলাস কেন্দ্র থেকে তিনবার জয়ী হয়েছিলেন সৌরভ। কেজরিওয়াল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
Comments :0