pbvm state conference

বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্মেলনের প্রচারে বর্ণাঢ্য পদযাত্রা টাকিতে

রাজ্য জেলা

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চতুর্দশ রাজ্য সম্মেলন উপলক্ষে পদযাত্রা টাকিতে।

প্রবীর দাস: টাকি

বিজ্ঞানমনস্কতা এবং কুসংস্কার বিরোধী সচেতনার প্রসারের আহ্বানে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য ১৪তম সম্মেলন। 
উত্তর ২৪ পরগনার টাকিতে শুক্রবার, ২৮ মার্চ, থেকে রবিবার ৩০ মার্চ এই সম্মেলন হবে। সম্মেলনের উদ্বোধন করবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অর্ণব রায়চৌধুরী। 
সম্মেলনের বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে বৃহস্পতিবার টাকি রাজবাড়ী ঘাট সংলগ্ন মাউন্ট জিয়ন স্কুলের মাঠে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলা, মডেল প্রদর্শনী ও মডেল প্রতিযোগিতা। ২৭-২৯  মার্চ বিকাল ৪টে থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মেলার মঞ্চে নানাবিধ কুসংস্কার বিরোধী, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। 
এদিন বিকালে টাকি চৌরঙ্গি মোড় থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়। উদ্বোধন করেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র। উদ্বোধন পর্বে তিনি বলেন, চরমভাবে অবহেলিত বিজ্ঞান শিক্ষা। শিক্ষা, স্বাস্থ্য বেসরকারিকরণের পথে। আক্রান্ত প্রাকৃতিক পরিবেশ,আক্রান্ত জীবন জীবিকা। বিজ্ঞান মনস্ক সমাজ গড়ার লক্ষ্যেই আমাদের লড়াই।
বিজ্ঞান মঞ্চ বলেছে, ধর্মনিরপেক্ষতা ও বৈচিত্রময় সংস্কৃতি রক্ষা ও সাংবিধানিক অধিকার রক্ষার জন্য এই সম্মেলনে আলোচনা করা হবে। এর পাশাপাশি জলবায়ু সহনশীল স্বনির্ভর উন্নয়নের লক্ষ্যে, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যের দাবিতে, সামাজিক ন্যায় ও লিঙ্গসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সকল অংশের মানুষকে নিয়ে নিবিড় আন্দোলন গড়ে তুলতে তৈরি হবে কার্যপথ। 
বিজ্ঞান মঞ্চ জানিয়েছে, 'বিজ্ঞান আন্দোলন ও আজকের প্রযুক্তি' বিষয় নিয়ে ছয়টি অধিবেশন করা হবে। অধিবেশনের বিষয়গুলি হল বিজ্ঞান মনস্কতা ও বিজ্ঞান কর্মী, পরিবেশ ও জীববৈচিত্র, জনস্বাস্থ্য, কৃষি, শিক্ষানীতি ও বিজ্ঞান শিক্ষা, স্বনির্ভরতা, আধুনিক প্রযুক্তি ও প্রযুক্তি প্রয়োগ। শেষ দিন পরবর্তী রাজ্য কাউন্সিল নির্বাচিত হবে এই সম্মেলন থেকে। গোটা রাজ্য থেকে ৪৫০ বেশি প্রতিনিধি অংশ নেবেন। 
বৃহস্পতিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মঞ্চের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সত্যজিৎ চক্রবর্তী। মাদারিকা খেল ও বিজ্ঞান শিক্ষা বিষয়ক আলোচনা করেন সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক দেবাশিস রায়। এরপর বিজ্ঞান ও পরিবেশ রক্ষার পক্ষে গান গল্প আড্ডা, নৃত্য, লোকগীতি পরিবেশনের মধ্যে দিয়ে এদিনের কর্মসূচি শেষ হয়। ছিলেন রাজ্য কমিটির সহ সম্পাদক সৌরভ চক্রবর্তীও।

Comments :0

Login to leave a comment