Protest

শিক্ষক দিবসে পথে নামলেন পড়ুয়ারা

রাজ্য

শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করে পথে নামলেন পড়ুয়ারা। আর জি কর ঘটনার প্রতিবাদে খড়্গপুর আই আই টি হিজলী স্কুলের ১৫০০ অধিক ছাত্র ছাত্রী সহ ৭০ জন শিক্ষক শিক্ষা কর্মী রা পথে নামলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুললেন ‘আর জি করের বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’। 

আর জি করের চিকিৎসককের খুন ও ধর্ষণের ঘটনায় পথে নেমেছে গোটা রাজ্য। বুধবার রাত জেগেছেন সাধারণ মানুষ। রাজ্যে একাধিক স্কুলের প্রাক্তনী, পড়ুয়ারা পথে নেমেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ফতোয়া জারি করে পড়ুয়াদের এই আন্দোলন স্তব্ধ করতে চাইলেও তারা ব্যার্থ হয়েছে। সরকারি ফতোয়াকে অগ্রাহ্য করেই পথে নামছেন পড়ুয়ারা।

Comments :0

Login to leave a comment