চিকিৎসক সুবর্ণ গোস্বামীর প্রতিহিংসা মূলক বদলির প্রতিবাদে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস বৃহস্পতিবার বিকাল ৪:৩০ নাগাদ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যেই নাগরিক আন্দোলন সেই আন্দোলনের প্রথমসারিতে ছিলেন চিকিৎসক গোস্বামী। ওই ঘটনার ময়নাতদন্ত থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেন। পরিবারের সাথে বার বার দেখা করেছেন। কথা বলেছেন, আন্দোলনের সামিল হয়েছেন, এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যেই বেহাল দশা তা নিয়েও তিনি সরব হয়েছেন। উল্লেখ্য এই আন্দোলনের প্রথমসারিতে থাকায় তাকে পুলিশি হেনস্তার মুখেও পড়তে হয়েছে। লালবাজারে হাজিরাও দিয়েছেন।
চিকিৎসক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা চিকিৎসক মানস গুমটার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এই বদলি সম্পূর্ন ভাবে প্রতিহিংসা পরায়ন। চিকিৎসক গোস্বামী সামনে থেকে অভয়ার বিচারের দাবিতে লড়াই করেছেন প্রতিবাদ করেছেন তাই তাকে এই বদলি করা হলো।’’ তিনি আরও বলেন, যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই সব চিকিৎসক চিকিৎসাকর্মীদের স্বাস্থ্য দপ্তর, মেডিকেল কাউন্সিল বিভিন্ন ভাবে হেনস্তা করছে। তাদের বদলি করছে অন্যত্র।
চিকিৎসক গুমটা বলেন এই বদলি কোন নিয়মমাফিক বদলি নয়। তার কারণ এই আদেশ নামায় শুধুমাত্র চিকিৎসক গোস্বামীর বদলির কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ‘‘এর আগে চিকিৎসক গোস্বামীকে একাধিক একই পদে বদলি করা হয়েছে। তিনি আগে উত্তরবঙ্গে ছিলেন। সেখান থেকে বদলি করা হয়, এখন আবার উত্তরবঙ্গে বদলি করা হচ্ছে। কি এমন পরিস্থিতি হলো যে তাকে আবার সেখানে বদলি করা হলো?’’
চিকিৎসক উৎপল ব্যানার্জি এই বদলির প্রতিবাদ জানিয়ে বলেন, ‘‘অবিলম্বে এই আদেশনামা বাতিল করতে হবে।’’
Comments :0