Tab scam

এবার 'ট্যাব দুর্নীতি' কলকাতায়, সিট গঠন পুলিশের

রাজ্য জেলা কলকাতা

ছবি প্রতীকী।

রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, রেশন, টেট দূর্নীতির সাথে নতুন যুক্ত হয়েছে 'ট্যাব দুর্নীতি'। বিভিন্ন জেলায় শোনা যাচ্ছিলো এই দুর্নীতির কথা। এবার খাস কলকাতায় ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে। গল্ফগ্রীণ থানায় অভিযোগ করেছে চার পড়ুয়া। এর আগে মানিকতলা, বেনিয়াপুকুর, ওয়াটগঞ্জ, কসবা, যাদবপুর থানায় অভিযোগ জমা পড়েছে। কলকাতায় প্রায় ১০০ টির ও বেশি অভিযোগ কলকাতা পুলিশের কাছে জমা পরেছে। সেই অভিযোগের ভিত্তিতে ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ। সেই দলে রয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার সাইবার সেলের অফিসার সহ বিশেষজ্ঞরা।

পূর্ব বর্ধমান জেলা থেকে এই দুর্নীতি শুরু হয়। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পরে গোটা রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনাতে ট্যাব কেলেঙ্কারি অভিযোগ ওঠে। পুরুলিয়াতেও ট্যাবের টাকা গায়েব। আসল শিক্ষার্থীর একাউন্টে না ঢুকে টাকা গিয়ে ঢুকলো ভিন জেলার অন্য একজনের একাউন্টে। মোট তিনজনের ছাত্রীর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। হুগলি জেলারও বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছে। চন্ডীতলার বেগমপুর হাইস্কুলের ত্রিশ জন পড়ুয়ার ট্যাব কেনার টাকা পায়নি বলে অভিযোগ। রাজ্য জুড়ে ৫০০ বেশি পড়ুয়ার টাকা গায়েবের রিপোর্ট জমা পড়েছে নবান্নে। মুখ্য সচিব মনোজ পন্থ স্কুল শিক্ষা দফতরের থেকে জেলা ভিত্তিক রিপোর্ট তলব করছেন। 

Comments :0

Login to leave a comment