টানা দু’মাস মিলছে না বেতন। এমনিতেই বোনাস বা সবেতন ছুটি নেই। তার ওপর বেতন বন্ধ থাকায় বিক্ষোভ দেখালেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে হাসপাতালে এমএসভিপি অধ্যাপক চিকিৎসক সুজয় মিস্ত্রিকে ঘেরাও করেন তাঁরা। অনির্দিষ্টকালের কর্মবিরতিরও ডাক দেন।
অস্থায়ী কর্মীরা বলছেন, রমজান মাসেও মিলছে না বেতন। দিনের পর দিন মাইনে দিচ্ছে না ঠিকমতো। কাজের চাপ থাকলেও ন্যায্য বেতন নেই হাসপাতালের অস্থায়ী কর্মীদের। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে আউটডোর বিভাগের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা। ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ।
সমস্যায় পড়েন রোগীরাও। আউটডোরে লম্বা লাইন পড়ে। গুরুতর অসুস্থ কোনও কোনও রোগীকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। প্রশাসনের হস্তক্ষেপে শুরু হয় আউটডোর পরিষেবা।
বেসরকারি এজেন্সির মাধ্যমে শতাধিক স্বাস্থ্যকর্মী নিযুক্ত এই হাসপাতালে। সংস্থার মাধ্যমেই বেতন পান তাঁরা। অভিযোগ, মাসের শুরুতে কাউন্সিলররা এসে তোলা তুলে নিয়ে যায় সংস্থার মালিকের থেকে। আর কম টাকা নিতে হয় হাসপাতালের অস্থায়ী ৫০০ কর্মীকে।
SAGAR DUTTA PROTEST
মিলছে না বেতন, সাগর দত্ত হাসপাতালে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
×
Comments :0