সমালোচনার মুখে অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারকে এক বছরের জন্য সাসপেন্ড করলো তৃণমূল। রবিবার সমাজমাধ্যমে তার একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায় যে তিনি বলছেন, ‘‘আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি দরজায় টাঙিয়ে দিয়ে আসি, তা হলে সেই পোস্টার খুলতে পারবেন না। ওই দিন আর বেশি দূরে নেই। আমি এখানে দায়িত্ব নিয়ে বলে গেলাম। মমতা ব্যানার্জি ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা যদি পাড়ায় পাড়ায় ফোঁস করতে শুরু করি, তবে বাড়ি থেকে বার হতে পারবেন তো?’’
তৃণমূল নেতার এই ভিডিও সামনে আসার পর সমালোচনার শুরু হয় বিভিন্ন মহলে। গত ২৮ আগস্ট দলের ছাত্র সংগঠনের সভা থেকে মুখ্যমন্ত্রী দলের কর্মীদের ‘ফোঁস’ করার নিদান দেন। তারপরই সেদিন দূর্গাপুরে হামলা হয় এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির মিছিলের ওপর হামলা চালায় তৃণমূল। ক্যানিংয়ের তৃণমূল বিধায়কের অভিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
আর জি কর কাণ্ডে সরকার এবং কলকাতা পুলিশের ভূমিকার সমালোচনা করে পথে নেমেছেন রাজ্যের মানুষ। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সভা মিছিল সংগঠিত হচ্ছে। আর তাতেই ভয় পেয়ে সাধারণ মানুষের এই প্রতিবাদ দমিয়ে রাখতে চাইছে শাসক দল।
Comments :0