Trains Cancelled

টানা ৫২ ঘণ্টা কাজ পরপর দু'দিন বাতিল বহু ট্রেন

রাজ্য

ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। দমদম স্টেশনের অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আপগ্রেডের কাজ করা হবে। তাই আগামী শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ট্রেন পরিষেবাকে আরও উন্নত এবং অত্যাধুনিক করার জন্য দমদম স্টেশনে ইন্টারলকিং কাজের চলবে শনিবার রাত ১২ থেকে সোমবার ভোর ৪ টে পর্যন্ত। সেই কারণে আগামী ১৬ থেকে ১৮ মার্চ বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে মোট ১৪৩টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। শিয়ালদহ থেকে নর্থ সেকশনে মোট ৮৯২টি ইএমইউ ট্রেনের মধ্যে ওই সময়ে ৭৪৯ টি ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে জানা গেছে। রেলের তরফে জানানো হয়েছে দমদম স্টেশনে প্রায় ৫২ ঘণ্টা ধরে ইন্টার লকিং-এর কাজ চলবে। সেই কারণেই প্রায় ৩৭ শতাংশ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা-ব্যারাকপুর-নৈহাটি এবং শিয়ালদা- বনগাঁ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। দমদম ও কলকাতা স্টেশনের মধ্যে ওই দু'দিন সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে। দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে ৪৬টি ট্রেন। 
এছাড়া ৩টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন যেমন আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ- জঙ্গিপুর এক্সপ্রেস এবং শিয়ালদহ- সিউড়ি এক্সপ্রেস ট্রেনগুলিও বাতিল থাকবে। সেই কারণে প্রচুর সংখ্যক যাত্রী অসুবিধার মধ্যে পড়বেন আশঙ্কা করা হচ্ছে। তবে রেলের তরফে দাবি করা হয়েছে, আরও ভাল পরিষেবার জন্যা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১ মার্চ থেকে সোমবার ৪ মার্চ দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অনিবার্য কারণে স্থগিত করা হয়।
 

Comments :0

Login to leave a comment