নাবালিকাকে ধর্ষণ। লজ্জায় আত্বহত্যার চেষ্টা আদিবাসী নাবালিকার। প্রধান, উপ প্রধানের নেতৃত্বে সালিশী সভা! সালিশী সভায় পঞ্চাশ হাজারের রফা। বোলপুর মহকুমা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নাবালিকা মেয়েটি। বাড়িতে ঢুকে কেউ না থাকার সুযোগ নিয়ে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনা বীরভূমের পারুই থানার গোপালনগর পশ্চিমপাড়ায়। ঘটনাটি ঘটেছে গত ২৬ তারিখ ভোর বেলায়।
জানা গিয়েছে সেদিন গ্রামে রাত্রে বেলায় কবাডি খেলার অনুষ্ঠান চলছিল। এই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পাশের গ্রামের রাজেন মুর্মু বলে এক যুবক বাড়িতে ঢুকে এই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। পরিবারের দাবি স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নেতৃত্বে ঘটনার পরে বসানো হয় সালে সালিশি সভা সেখানে পঞ্চাশ হাজার টাকায় গোটা ঘটনা রফা করা হয়। সূত্রের খবর সেদিন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। কিন্তু কোন রকম লিখিত অভিযোগ করা হয়নি, সালিশি সভার মাধ্যমেই সমস্যা সমাধান করা হয়।
Comments :0