Nandakumar

জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে দুই জনের মৃত্যু

জেলা

ছবি প্রতিকী

জমি বিবাদকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে প্রাণ হারালেন দুই মহিলা। মৃত দুজন সম্পর্কে শাশুড়ি এবং বৌমা। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নন্দকুমারের বরগোদা গ্রামে সোমবার সকালে পারিবারিক জমিকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় দুই পরিবারর মধ্যে। ওই এলাকার বাসিন্দা ভাই পূর্ণেন্দু দাস ও সুভাষ দাস সম্পর্কে দুই ভাই। এদের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। এদিন সকাল থেকেই দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পরিবার।
পূ্র্ণেন্দু দাস অভিযোগ করেন, গন্ডগোলের মধ্যেই তার ভাই সুভাষ দাস ও তার জামাইরা রড ও লাঠি দিয়ে তার স্ত্রী এবং বৌমার মাথায় আঘাত করে। প্রথমে পূর্ণেন্দু দাসের বৌমা সুপ্রিয়া দাসকে আঘাত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন সুপ্রিয়া দাসের স্বামী এবং শাশুড়ি মিনু দাস। গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সুপ্রিয়া দাসকে(৩৭) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিনু দাসের(৫৫)৷ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিয়া দাসের স্বামী। ঘটনায় অভিযুক্ত সুভাষ দাস সহ দু জনকে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ। 

Comments :0

Login to leave a comment