বিরোধী দলনেতার এই মন্তব্যের পর উত্তপ্ত হয় অধিবেশন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা দাবি করেন কংগ্রেস সভাপতি ডেপুটি চেয়ারম্যানকে অপমান করেছেন। তার এই কথা অসাংবিধানিক। ডেপুটি চেয়ারম্যান হরিবংশও খাড়গের মন্তব্যে আপত্তি জানান। পরবর্তীতে মল্লিকার্জুন খাড়গে জানান, তার কোন উদ্দেশ্য নেই ডেপুটি চেয়ারম্যানকে অপমান করার। তিনি সরকার এবং সরকারের নীতির বিরোধীতা করে এই মন্তব্য করেছেন। তবে তিনি ক্ষমাও চেয়েছেন তার ওই মন্তব্যের জন্য।
এর আগে লোকসভায় যখন তামিলনাড়ুর সাংসদরা তিন ভাষা নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তখন তাদের বক্তব্য রাখার সময় কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ধর্মেন্দ্র প্রধান। দক্ষিণী রাজ্যের সাংসদদের অসভ্য বলে আক্রমণ করেন।
Comments :0