Mumbai Rain

বৃষ্টির কারণে মুম্বাইয়ে ব্যাহত জনজীবন

জাতীয়

সারা রাত একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের জনজীবন। একাধিক রাস্তা জলমগ্ন। বন্ধ যান চলাচল, ব্যাহত হয়েছে বিমান পরিসেবাও। একাধিক বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে খারাপ আবহাওয়ার জন্য তারা বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। 

রেল সূত্রে খবর প্রথম দিকে সকালে বৃষ্টির জন্য রেল পরিসেবা কিছুটা ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সকালের দিকে ট্রেন পাঁচ দশ মিনিট দেরিতে চললেও বর্তমানে তা সঠিক সময় চলছে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। 

গত কয়েকদিন ধরেই মুম্বাইয়ে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। একাধিক এলাকা জলমগ্ন এই পরিস্থিতিতে পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের বলা হয়েছে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য। ৯৬ টি বাড়ি ইতিমধ্যে বিপদজনক বলে চিহ্নিত করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। প্রশাসন সূত্রে খবর ৩১০০ জন নাগরিককে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। 

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যার জেরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের কারনে হচ্ছে বৃষ্টি। 

Comments :0

Login to leave a comment