কোন মহিলা যদি ধর্ষণের ক্ষেত্রে প্ররোচনা দিয়ে থাকে তাহলে ওই ব্যাক্তিও অভিযুক্তের মতো সমান দোষী। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে একথা বলল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের কথায় আইপিসি ১০৯ নম্বর ধারায় স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে কোন ব্যক্তি যদি অপরাধকে এবং অপরাধীকে প্ররোচনা দিয়ে থাকেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে, তাহলে সেই ব্যাক্তিও সমান ভাবেই দোষী।
ভোপালের একটি ধর্ষণের ঘটনার শুনানি ছিল আদালতে। সূত্রের খবর অভিযুক্তের মা এবং ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যে তারা নির্যাতিতাকে বাধ্য করেছিল শারীরিক সম্পর্কে যাওয়ার জন্য। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে ধর্ষণের প্ররোচনা দেওয়ার জন্য অভিযুক্তের মায়ের বিরুদ্ধেও চার্জ আনা হচ্ছে।
নির্যাতিতা জানিয়েছেন তাঁর সঙ্গে প্রতিবেশীর বিয়ে হওয়ার কথা ছিল। তিনি একদিন তাঁদের বাড়ি গেলে অভিযুক্তের মা এবং ভাই জোর করে তাঁকে একটি ঘরে ঢুকিয়ে দেয়, সেখানে তিনি ধর্ষণের শিকার হন। তারপর অভিযুক্ত তাঁকে বিবাহ করতে অস্বীকার করলে থানায় সে গোটা বিষয়টি জানান।
Madhya Pradesh
ধর্ষণকে প্ররোচনা দেওয়া ব্যক্তি সমান অপরাধী : মধ্যপ্রদেশ হাইকোর্ট

×
Comments :0