Woman Found Dead

মিনাখাঁয় মাছের ভেড়িতে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ

জেলা

শনিবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় একটি মাছের ভেড়িতে যুবতীর অর্থনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন, মাথয়া মিলেছে আঘটাতের চিহ্ন। পুলিশের প্রথমিক  অনুমান ওই যুবতীকে খুন করে মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের এলাকার ওই মাছের ভেড়িতে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে মিনাখাঁ থানার পুলিশ।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় কেয়েকজন মাঠের কাজের জন্য ওই মাছের ভেড়ির সমানে দিয়ে যাওয়ার সময় দেহ ভেসে থাকতে দেখেন। তাঁরা পুলিশকে খবর দেন। মিনাখাঁ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়ি দেয়। 
মিনাখাঁ পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ওই যুবতীর পরিচয় এখনও জানতে জানা যায়নি। যুবতীর মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে রয়েছে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্নও। নিখোঁজ ডাইরি খতিয়ে দেখেও সন্ধ্যান পাওয়া যায়নি যুবতীর পরিচয়। তাদের অনুমান হয়তো বাড়ি থেকে বেড়িয়ে কর্মস্থলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। অন্য কোথাও খুন করে শ্মশান সংলগ্ন একটি শুনশান জায়গায় মাছের ভেড়িতে ফেলা হয়েছে। কে বা কারা কেন খনু করে খুন করে ওই ভেড়িতে ফেলে দিয়ে গেল তা নিয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। 

Comments :0

Login to leave a comment