Kolkata Corporation Workers

৬ দফা দাবিতে কলকাতার পৌরভবনে শ্রমিক-কর্মচারী বিক্ষোভ

কলকাতা

কেএমসি ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে ৬ দফা দাবিতে কলকাতা পৌরসভার কেন্দ্রীয় ভবনে মেয়রের কাছে ডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে বুধবার। পৌরসভার বিভিন্ন বরো, গ্যারেজ, কারখানা থেকে শ্রমিক কর্মচারীরা অংশ নেন কর্মসূচিতে। 
রাজ্য সরকারি কর্মচারীদের মতো হেলথ স্কিম চালু করা, শূন্য পদে অস্থায়ী ও ঠিকা শ্রমিকদের নিয়োগ, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ, ছুটির দিনে কাজের পুরো বেতনের মতো ৬ দফা দাবিতে পৌরসভার লনে প্রচুর সংখ্যায় সমবেত শ্রমিক কর্মচারীদের স্লোগানে পৌরভবন মুখরিত হয়ে ওঠে। 
মেয়রের দপ্তর থেকে জানানো হয় যে অন্য কাজ থাকায় মেয়র থাকতে পারছেন না। এই কথা জেনে সমবেত পৌরকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিশাল দৃপ্ত মিছিল সমগ্র পৌরভবন পরিক্রমা করে। এরপর লনে  সভা হয়। 
সভায় বক্তব্য রাখেন কেএমসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রতন ভট্টাচার্য, ইউনিয়নের সাধারণ সম্পাদক অনুতোষ সরকার।

Comments :0

Login to leave a comment