ADMK BJP

বিজেপি’র সঙ্গে জোট নেই, ঘোষণা এডিএমকে নেতার

জাতীয়

এডিএমকে’র সঙ্গে বোঝাপড়ায় সমস্যা বাড়ল বিজেপি’র। এডিএমকে’র বরিষ্ঠ নেতা ডি জয়কুমার প্রকাশ্যে বলে দিলেন যে বিজেপি’র সঙ্গে কোনও জোট তাঁদের নেই। নির্বাচন এলে দেখা যাবে জোট হবে কিনা। 

তামিলনাডুতে বিজেপি’র নিজস্ব শক্তি সীমিত। রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকে’র ওপরই নির্ভরশীল থাকতে হয়েছে বিভিন্ন নির্বাচনে। নতুন করে সমস্যা বেঁধেছে রাজ্যে বিজেপি’র সভাপতি কে আন্নামালাইয়ের মন্তব্যে। প্রয়াত মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাইয়ের সমালোচনায় মুখর হয়েছেন বিজেপি সভাপতি। 

সোমবার জয়কুমার বলেছেন, ‘‘প্রয়াত মুখ্যমন্ত্রীর সমালোচনা সহ্য করা হবে না। বিজেপি’র সঙ্গে এডিএমকে’র জোট নেই। হবে কিনা বোঝা যাবে নির্বাচনের সময়।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘মনে হয় না আন্নামালাই এডিএমকে’র সঙ্গে জোট করতে আগ্রহী। বিজেপি’র সাধারণ কর্মী সমর্থকরা যদিও জোট চান। আমাদের নেতাদের ঘিরে এমন সমালোচনা আমরা সহ্য করব কেন?’’ 

সাংবাদিকরা জয়কুমারের কাছে জানতে চান তাঁর এই মন্তব্য দলের অভিমত হিসেবে গণ করা যাবে কিনা? জয়কুমারের জবাব, ‘‘নিজের মনে হওয়া নিয়ে আমি কখনই সংবাদমাধ্যমে মুখ খুলিনি। দলের মনোভাবই জানিয়েছি।’’ 

তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এডিএমকে নেত্রী জয়ললিতারও সমালোচনা করেছিলেন আন্নামালাই। সেই বক্তব্যেও এডিএমকে প্রবল রুষ্ট, বলেছেন জয়কুমার। তিনি বলেছেন, ‘‘তামিলনাডুতে বিজেপি’র ভোট ভিত্তি কতটুকু সবাই জানেন। এডিএমকে’র জন্যই বিজেপি’কে লোক চেনে এখানে। আন্নামালাই এডিএমকে’র নেতাদেরই সমালোচনা করে চলেছেন।’’

আন্নাদুরাই ডিএমকে’র প্রতিষ্ঠাতা। তাঁরই অনুগামী ছিলেন এম করুনানিধি এবং এমজি রামচন্দ্রন। রামচন্দ্রন পরে ডিএমকে ভেঙে এডিএমকে প্রতিষ্ঠা করেন।     

Comments :0

Login to leave a comment