Amazon Brazil

আমাজন ধ্বংসে আইন ব্রাজিলের প্রদেশে, সক্রিয় কৃষি কর্পোরেট

আন্তর্জাতিক

আমাজন রক্ষার বিধি ভাঙতে প্রাদেশিক আইন, ফের সক্রিয় বোলসোনারোর সঙ্গীরা


দক্ষিণপন্থী জেয়ার বোলসোনারোর কর্পোরেট সঙ্গী অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে আমাজনে। ব্রাজিলের আমাজন জুড়ে থাকা বিভিন্ন প্রদেশে পাশ হচ্ছে বনাঞ্চল ধ্বংসের পক্ষে আইন। 
আন্তর্জাতিক স্তরে পরিবেশ আন্দোলনের কর্মীরা এই নতুন তৎপরতায় উদ্বিগ্ন। ব্রাজিলে আমাজনের বিস্তীর্ণ বনভূমি রক্ষার আন্দোলন গভীর প্রভাব ফেলেছে রাজনীতিতে। উলটো দিকে রয়েছে বহুজাতিক কৃষি কর্পোরেট লবি। বরাবরই মারাত্মক শক্তিশালী এই লবির সমর্থন পেয়েন উগ্র দক্ষিণপন্থী রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারো। ব্রাজিলের শেষ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন বামমুখী লুলা দ্যা সিলভা। বিজয়ভাষণেই লুলা জানিয়েছিলেন আমাজন রক্ষা, বিশেষ করে আদি বাসিন্দা বিপন্ন বিভিন্ন জনগোষ্ঠী এবং তাঁদের জীবিকা রক্ষাই সবচেয়ে আগের লক্ষ্য হবে।
আমাজন অঞ্চলের অন্যতম প্রদেশ রনডনিয়ায় পাশ হয় একটি আইন। সেখানে বনাঞ্চল রক্ষার বিধিকে মান্য করলে স্থানীয় ভেজিটেবল অয়েল অ্যসোসিয়শনকে শাস্তির মুখে ফেলার ব্যবস্থা হয়েছে বলে অভিযোগ। মুখ্যত পরিবেশ আন্দোলনের চাপে আমাজন ধ্বংস করে চাষের ফসল না নেওয়ার বিধি মেনে চলছিল ভোজ্য তেল ব্যবসায়ী সংস্থাগুলির অ্যসোসিয়েশন। এবার প্রাদেশিক আইনে বনাঞ্চল ধ্বংস করে চাষের ফসলই নিতে বাধ্য করা হয়েছে। এই চাষ কোনও ছোট বা মাঝারি কৃষকের নয়। বহুজাতিক কৃষি কর্পোরেটের অর্থে পুষ্ট। 
এমনই আইন পাশ হয়েছে আরেক প্রদেশ ম্যাটো গ্রসোর আইনসভায়। ম্যাটো গ্রসো কৃষি কর্পোরেটের মদতে বিপুল সম্পদশালী কৃষি ব্যবসার ঘাঁটি।   
পরিবেশবিদরা বলছেন, বনাঞ্চল ধ্বংস করে সয়াবিনের মতো চাষ বন্ধ হওয়ায় বন রক্ষার হার ছিল প্রায় ৬৯ শতাংশ। গত ১৮ বছর ধরে এই নিষেধাজ্ঞার জন্য লড়াই হয়েছে। বোলসোনারো এর বিরোধী ছিলেন। নজরদারি তুলে দিয়েছিলেন। লুলা ফিরে এসে ফের নজরদারি কড়া করেন। তার পালটা জোট বেঁধেছে কৃষি কর্পোরেট এবং এদের সঙ্গী রাজনৈতিক মহল।

Comments :0

Login to leave a comment