Manipur Violence

মণিপুর হিংসায় মদত দিচ্ছে বিজেপিই, সুপ্রিমকোর্টে দাবি আইনজীবীর

জাতীয়

মণিপুর হিংসা নিয়ে সে রাজ্যকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে রাজ্য সরকারাকেই। কারণ তারা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। কুকি সম্প্রদায়ের পক্ষ থেকে এদিন প্রবীন আইনজীবী কলিন গোনসালভেস মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সুপ্রিমকোর্টের মধ্যস্থতা দাবি করেন। সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চ বলেন ‘মণিপুরের পরিস্থিতি আদালতর কোনও নির্দেশের কারণে আরও ভয়ঙ্কর পর্যায়ে যাক, সেটা আমরা চাই না।’


আইনজীবী কলিন গোনসালভেস আদালতে দাড়িয়ে সরাসরি দাবি করেন যে বিজেপি মণিপুর সহ তার পার্শবর্তী রাজ্যের উগ্রপন্থী সংগঠনগুলোর হাতে অস্ত্র তুলে দিচ্ছে। হিংসা যাতে আরও তীব্রতর হয় তার জন্য মণিপুরের বিজেপি শাসিত সরকার উষ্কানী দিচ্ছে। সসস্ত্র উগ্রপন্থীদের ব্যবহার করা হচ্ছে। আইনজীবীর এই দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন ‘আদালত সরকার চালানোর জন্য নয়। সুপ্রিম কোর্টের ক্ষমতা সম্পর্কে আমাদের আরও সতর্ক হতে হবে। আদালত নির্বাচিত একটি সরকারের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা করতে পারে না।’ তিনি আরো বলেন ‘মণিপুরে মানবাধিকার সঙ্কটে। কিন্তু তারপরেও আদালতের বিশাল ক্ষমতা থাকলেও তা প্রয়োগ করার সঠিক সময় এটা নয়।’  


এদিনও সুপ্রিমকোর্ট মণিপুরের বর্তমান পরস্থিতি নিয়ে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছ মণিপুরের প্রধান সচিবকে।

Comments :0

Login to leave a comment