BJP overseas Friend leader found Guilty

এবার ধর্ষণে অভিযুক্ত বিজেপি’র বিদেশি বন্ধু সংগঠনের নেতা

আন্তর্জাতিক

দেশে মহিলা কুস্তিগিরদের যৌণ হয়রানির অভিযোগ রয়েছে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সরন সিং দের বিরুদ্ধে। বিদেশের মাটিতেও যৌণ হয়রানি, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছেন ‘বিজেপি’র বিদেশী বন্ধু’ সংগঠনের প্রাক্তন নেতা বালেশ ধানখর। কোরিয়ান মহিলাদের মাদক খাইয়ে ধর্ষণ করতেন বালেশ। আবার সেই ধর্ষণের মুহুর্ত লুকনো ক্যামেরায় ভিডিও করে রাখতেন ধানখর। এমনই গুরুতর অভিযোগ রয়েছে বালেশ ধানখরের বিরুদ্ধে। বর্তমানে সিডনি আদালতে তার বিরুদ্ধে প্রায় ৩৯ মামলার শুনানী চলছে।


ভারতীয় বংশোদ্ভুত বালেশ ধানখর অস্ট্রেলিয়ায় থাকেন। সিডনিতে একটি ভুয়ো অফিস খুলে সেখানে কোরিয়ান মহিলাদের চাকরি দেওয়ার নাম করে ইন্টারভিউতে ডাকতেন বালেশ। ইন্টারভিউ চলাকালীনই ঠান্ডা পানিয়র সঙ্গে মাদক মিশিয়ে তাদের অচৈতন্য করতেন। তারপর তাদের ধর্ষণ করতেন এবং সেই মুহুর্তগুলি ভিডিও করে রাখতেন। ২০১৮’র জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে কমপক্ষে ১৩ জন কোরিয়ান মহিলাকে ধর্ণ করার অভিযোগ রয়েছে বালেশের বিরুদ্ধে। ৩৯টি অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে তারমধ্যে ১৩ টি ধর্ষণের অভিযোগ। অনুমতি ছাড়া ভিডিও রেকর্ড করার মতো অভিযোগও রয়েছে। ২৪ এপ্রিল দোষি সাব্যস্ত হন বালেশ। পরবর্তি শুনানী মে মাসে।

Comments :0

Login to leave a comment