Opposition meeting in Banglauru

বিরোধী দলের পরবর্তী বৈঠক হচ্ছে বেঙ্গালুরুতে

জাতীয়

সিমলায় নয় বিজেপি বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে বেঙ্গালুরুতে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানালেন এনসিপি নেতা শরদ পাওয়ার। ১৩ জুলাই সেখানে ফের বৈঠকে বসবেন বিরোধী দলের নেতারা। এর আগে পাটনাতে ২৩ জুন প্রথম বৈঠকে বসেছিলেন বিরোধীরা। সেখানে ১৫টি বিরোধী দল যোগ দিয়েছিল আলোচনায়। ২০২৪’র লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোটকে শক্ত করাই ছিল তার মূল লক্ষ্য। পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ওই বৈঠকের আয়োজন করেছিলেন। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি সহ অন্যন্য বিরোধী দলগুলো যৌথ সাংবাদিক সম্মেলনও করেন।


সেই সম্মেলনে সমস্ত দলের নেতারা বলেছিলেন বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করাটাই মূল উদ্দেশ্য। তার মধ্যে মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও সারা দেশে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর মতো বিষয়গুলি তো রয়েছেই। বিরোধীদের এই বৈঠককে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফটো সেশন বলে কটাক্ষ করেছিলেন। নরেন্দ্র মোদীও আক্রমণ শানিয়েছেন। রাজনৈতিক মহলের বক্তব্য, বিরোধী দলগুলির যৌথ তৎপরতায় উদ্বেগ ধরা পড়ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর কথায়।

Comments :0

Login to leave a comment