নৈহাটিতে যুবক খুন। নৈহাটির শিবদাসপুর থানার দো-গাছিয়া দাসপাড়া এলাকায় বাঁশবাগানে এক যুবকের মৃতদেহ পড়ে থাকে। মৃত যুবকের নাম সুব্রত হালদার (২৫)। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। প্রনয়ঘটিত কারণেই এই খুন বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নৈহাটির দোগাছিয়া দাসপাড়া এলাকায় সুব্রত হালদার নামে এক যুবক বসবাস করতেন। এই এলাকার রাজু সাউ এর পরিবারের বাড়িতে এই যুবকের দীর্ঘদিন ধরে যাতায়াত ছিল। এই রাজু সাউ এর ছেলের বউ পিঙ্কি সাউ এর সাথে এই সুব্রত হালদার এর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই মহিলার সাথে আরও একটি ছেলের সম্পর্ক আছে বলে সুব্রত হালদার এর পরিবারের অভিযোগ। মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় পিঙ্কি সাউ সুব্রত হালদারকে ফোন করে। এর সাথে উত্তপ্ত কথাকাটাকাটি হয়। মহিলা সুব্রত হালদারের কাছে মোমো খেতে চায়। এরপর রাত নটা নাগাদ সুব্রত বাড়ি থেকে বের হয়ে যায়। রাত এগারোটা নাগাদ সুব্রত হালদার পরিবারের সাথে কথা বলে। কিন্তু মাঝরাতের পর তার ফোনের সুইচ অফ বলে। বুধবার সকালে এলাকাবাসী বাঁশবাগানে সুব্রতর মৃতদেহ পড়ে থাকতে দেখে। মৃত যুবকের গলায় দাগ আছে। যুবককে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে বলে সুব্রতর পরিবারের অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সুব্রতর পরিবারের অভিযোগ পিঙ্কি সাউ, তার স্বামী ও দেওর মিলে তাকে খুন করেছে। এরপর ঘটনাস্থলে শিবদাসপুর থানার পুলিশ উপস্থিত হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ পিঙ্কি সাউ তার স্বামী ও দেওরকে গ্রেপ্তার করেছে।
Naihati Murder
নৈহাটিতে যুবক খুনে গ্রেপ্তার ৩
×
Comments :0