Chandra Shekhar Azar follow up

রাজস্থানের সমাবেশে যাচ্ছেন চন্দ্র শেখর

জাতীয়

‘সময় মতো সিটের নিচে বসে পড়েছিলাম বলেই হয়তো প্রানে বেঁচে গেছি’। হাসপাতালের বিছানায় শুয়ে বললেন ভীম আর্মির সভাপতি চন্দ্রশের আজাদ। তিনি বলেন ‘আমায় লক্ষ্য করে প্রায় ৪ রাউন্ড গুলি করেন এক ব্যক্তি। কিন্তু সময় মতো আমি বসে পরি। তাই একটি শরীর ঘেষে বেরিয়ে গেছে’। 


উত্তর প্রদেশের দেওবান্দের শাহারনপুরে তার দলের এক কর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন  চন্দ্র শেখর। ফেরার পথে তার ওপর আক্রমন হয়। গাড়ি ভেতরে তখন বসে ছিলেন তিনি। সামনে থেকেই এক ব্যক্তি গুলি চালাতেই সিটের নিচে বসে পরেন তিনি। পরে আরও একটি গুলি চালায় সে, ওই গুলিটিই তার কোমরে লাগে। তারপর গাড়ি না থামিয়ে গ্রামের ভেতরে ঢুকে যান তিনি। সঙ্গে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন।


ঘটনার আকশ্মিকতায় যথেষ্টই অসুস্থ হয়ে পরেন তিনি। হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তার এখনও চিকিৎসা চলছে। তিনি বলেন নিজের রাজ্যে কখনও তার ওপরে আক্রমন হতে পারে বলে ভাবতেও পারেননি আজাদ। যদিও তার লড়াই থেমে থাকবে না। তিনি তার সমর্থকদেরও শান্ত থাকতেই বলছেন। দ্রুত সুস্থ হয়ে ১ জুলাই রাজস্থানের ভারতপুরের সভায় থাকবেন বলে তার সমর্থকদের জানান চন্দ্র শেখর

Comments :0

Login to leave a comment