wall collapse

হিঙ্গলগঞ্জে দেওয়াল চাপা পড়ে মৃত এক

জেলা

wall collapse

মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো বছর তেঁতাল্লিশের যুবক পবিত্র মণ্ডলের। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথে। মৃত পবিত্র পেশায় গরীব কৃষক। ঘরে স্ত্রী ও এবারের মাধ্যমিক পাশ একমাত্র মেয়ে। পরিবারে একমাত্র রোজগেরে পবিত্রর এই আচমকা মৃত্যুতে অনিশ্চিত জীবনের দিকে গোটা পরিবার। শোকস্তব্ধ গ্রাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে গোটা সুন্দরবন এলাকা জুড়ে সর্বত্র।এদিন পবিত্র মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া ঘরটিতে রান্নার কাঠ আনতে যায়। সেসময় আচমকা ঘরটি ভেঙে পড়ে যায় এবং সে মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পাশেই পাকা বাসযোগ্য ঘর। সেখানে পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। ঘর ভেঙে পড়ায় তড়িঘড়ি তাঁরা ছুটে আসেন। ততক্ষণে সব শেষ। খবর পেয়ে স্থানীয় প্রতিবেশী সিপিআই(এম)নেতা বিশ্বজিৎ মণ্ডল এবং স্থানীয় বিদায়ী পঞ্চায়েত প্রধান, ওই বুথের, তৃণমূল ও নির্দল প্রার্থী সহ অন্যান্য প্রতিবেশীরা ছুটে আসেন। তারা মিলিতভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Comments :0

Login to leave a comment