Ranigunj fire

রানিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে আগুন

জেলা

রবিবার সন্ধ্যায় রানিগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডের মারোয়াড়ীপট্টি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। রাত্রি অবধি আগুনের লেলিহান শিখা  লক্ষ্য করা গেছে। দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ বাড়িতে প্লাস্টিকের গুদামজাত সামগ্রী ছিল। এদিন সন্ধ্যেয় এই আগুন লাগার ঘটনাটি লক্ষ্য করা যায়। এখন প্রচন্ড ধোঁয়ায় ভরে রয়েছে সারা এলাকা। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন লাগার খবর পেয়েই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এলাকার আশেপাশের বাড়ির মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে নিরাপদ স্থানে পৌঁছায়। তারা আগুনকে দ্রুত নেভানোর দাবি জানাচ্ছে। 
কি কারনে, কিভাবে এই আগুন লেগেছে, সে বিষয়টির খতিয়ে দেখছে দমকল বিভাগ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখানে ব্যাপক পরিমাণে প্লাস্টিক জাত সামগ্রী মজুত  ছিল। গুদামজাত প্লাস্টিকের মধ্যে বিদ্যুতের শর্টসার্কিটের জেরে আগুন লাগতে পারে এমনটাই অনুমান করছেন এলাকার বাসিন্দারা। ঐ বাড়ির বিস্তীর্ণ অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।এলাকার বাসিন্দারা কর্পোরেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্পোরেশনের জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে গুদামজাত সামগ্রী রাখা হল? কেন অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয় নি সে প্রশ্ন উঠছে।

Comments :0

Login to leave a comment