অবশেষে প্রবল ঠান্ডার কবল থেকে স্বস্তি পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী। শুক্রবার দুই ডিগ্রি বৃদ্ধি পেলো কলকাতার দিনের তাপমাত্রা। তবে আগামী দুই দিনে দার্জিলিঙের তুষারপাত সহ উত্তরবঙ্গের চার জেলায় জারি বৃষ্টির সম্ভাবনা ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যের প্রায় সব জেলাতেই শুস্ক আবহাওয়া থাকবে। আগামী দুইদিনে কলকাতা সহ শহরতলীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি ঘরে পৌঁছতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই আবহাওয়ার পরিবর্তন। ওডিশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত থাকায় রাজ্যে জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টিপাত। পাশাপাশি দার্জিলিঙ জেলাতেও রয়েছে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা। জেলাগুলিতে শুস্ক আবহাওয়া থাকলেও কুয়াশার সতর্কতা জারি থাকছে। দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ নদীয়তেও ঘন কুয়াশার দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও জারি ঘন কুয়াশার সতর্কতা।
শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। এদিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। কালিম্পঙে ১০ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে দার্জিলিঙের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের সিউড়ি। সেখানের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুরে ৯.৬ ডিগ্রি, বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং এদিন দমদমের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
Comments :0