আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি, তার সাথে বইবে ঝোড়ো হাওয়া এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন বেলার দিকে হঠাৎ করে আকাশ কালো করে এসে শুরু হয় বৃষ্টি। তার সাথে চলতে থাকে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ৪০-৫০ কিলোমিটার বেগে চলেছে এই ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমানে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার, শনি এবং রবি এই তিনদিন বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় চলবে বৃষ্টি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সাথে চলবে বৃষ্টি। এদিন বৃষ্টির ফলে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। বঙ্গোপসাগরে ঘর্ণাবর্ত তৈরি হওয়ায় এই বৃষ্টি বলে জানাচ্ছে হাওয়া অফিস।
Weather update
আগামী তিনদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে

×
Comments :0