লাগাতার আন্দোলনের চাপে অবশেষে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করলাভ্যালি চা বাগানের চড়কডাঙ্গি লাইনের ভাঙা সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের কাজ শুরু হল। এই সাফল্যকে সিপিআই(এম) ও সিআইটিইউ পরিচালিত চা বাগান শ্রমিক সংগঠনের আন্দোলন-সংগ্রামের সরাসরি ফল বলে মনে করছেন এলাকার শ্রমিক ও বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে ভাঙা ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছিল চা শ্রমিক ও স্কুল পড়ুয়াদের। এই পরিস্থিতির প্রতিবাদে সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের করলাভ্যালি ইউনিট সম্পাদক গোবিন ওরাও এবং সিপিআই(এম)-এর পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিকরা ধারাবাহিক আন্দোলন গড়ে তোলেন। পঞ্চায়েত ও প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও কাজ শুরু না হওয়ায় শ্রমিকরা জাতীয় সড়ক অবরোধে শামিল হন।
এই আন্দোলনের চাপেই প্রশাসন নড়েচড়ে বসে এবং শেষ পর্যন্ত ভাঙা ব্রিজের জায়গায় নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়। পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা জানান, প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মিত হবে। চা শ্রমিক নেতা গোবিন ওরাও বলেন, ব্রিজ সম্পন্ন হলে শ্রমিক, ছাত্রছাত্রী সহ এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।
করলাভ্যালি চা বাগানের শ্রমিকদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সিপিআই(এম)-এর শ্রমিক নেতা শুভাশিস সরকার। নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি গোটা এলাকা।
Tea Garden Bridge
আন্দোলনের চাপে চা-বাগানে শুরু নতুন সেতুর কাজ
শুরু হয়েছে সেতুর কাজ। রয়েছেন পঞ্চায়েত সদস্য রুবিনা মুণ্ডা ও শ্রমিকনেতা গোবিন ওরাও । ছবি: দীপশুভ্র সান্যাল
×
Comments :0