ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন প্রান্তে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। স্থানীয় সময় রাত ২টো থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে ওঠে পুরো শহর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাজধানীর একাধিক বহুতল ভবনে দাউদাউ করে আগুন জ্বলছে এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, কারাকাসের দক্ষিণ দিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছে বড় ধরনের বিস্ফোরণের পর পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, শুধু কারাকাস নয়, পার্শ্ববর্তী মিরান্ডা, আরাগুইয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এবং ফক্স নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্তাদের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে যে, এই হামলার পেছনে মার্কিন সশস্ত্র বাহিনী জড়িত ছিল।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের "চরম সামরিক আগ্রাসন" হিসেবে আখ্যায়িত করেছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলা মার্কিন প্রশাসনের এই নজিরবিহীন সামরিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে একে সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে তুলে ধরছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট মাদুরো জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং দেশবাসীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
ভেনেজুয়েলাকে মার্কিন সেনা ঘিরছে নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে। ক্যারিবিয়ান সাগরে গিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ।
রাষ্ট্রসঙ্ঘের ৮০-তম সাধারণ পরিষদ অধিবেশনে ভেনেজুয়েলার বিদেশ মন্ত্রী ইউভান গিল সরব জানিয়েছেন প্রতিবাদ। ধন্যবাদ জানিয়েছেন বিকাশশীল একাধিক দেশের গোষ্ঠী ‘ব্রিকস’-কে। বলেছেন কমিউনিটি অব লাতিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস গোষ্ঠী সেলাক-কে।
ভেনেজুয়েলা রাষ্ট্রসঙ্ঘে বলেছে, রাষ্ট্রসঙ্ঘের সনদের তোয়াক্কা না করে যুদ্ধের প্রস্তুতি চলছে। ভেনেজুয়েলা তার সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেবে।
গিল বলেছেন, ‘‘বিশ্বের কেউ বিশ্বাস করে না ভেনেজুয়েলা আমেরিকা বা বিশ্বের অন্য দেশে নিষিদ্ধ মাদক পাচার চক্রকে মদত দিচ্ছে। ভেনেজুয়েলা দখল করার জন্য ‘ড্রাগের বিরুদ্ধে যুদ্ধের’ মিথ্যা প্রচার ছড়ানো হচ্ছে। আসল লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদ দখল করা। ভেনেজুয়েলা তার প্রাকৃতিক তেল, প্রাকৃতিক সম্পদ এবং তার নাগরিকদের রক্ষায় লড়াই চালাবে।
তিনি বলেছেন, ‘‘বিশ্বের কাছে সত্যকে তুলে ধরছে ভেনেজুয়েলা’। তিনি বলেছেন, ‘‘ড্রাগ যুদ্ধের নামে আসলে ভেনেজুয়েলায় জবরদস্তি ক্ষমতা বদলের লক্ষ্যে নামা হয়েছে। বারবার গোপনে বা প্রকাশ্যে ভেনেজুয়েলাকে অস্থির করার চেষ্টা হয়েছে। ১০৪২ বার নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। তাও শান্তির পথে লড়াই চালাচ্ছে ভেনেজুয়েলা।’’
USA attack Venezuela
ভেলেজুয়েলায় হামলা মার্কিন সেনার
×
Comments :0