ভগ্না দশা কোচবিহার পৌরসভা নিয়ন্ত্রিত দেশবন্ধু মার্কেটের। ভেঙে পড়ছে এই বাজার বিল্ডিং এর ছাদের চাঙর। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার সীমাহীন উদাসীনতার কারণে এক বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়ে এই দেশ বন্ধু মার্কেটে ব্যবসায়ীদের পাশাপাশি এখানে বাজার করতে আসা ক্রেতারাও। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিল্ডিং এর বিভিন্ন অংশ বলে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় তাদের।
শুক্রবার এমনই এক ঘটনার সাক্ষী থাকলো এই বাজারের ব্যবসায়ীরা হঠাৎই ভেঙে পড়ল এই দেশবন্ধু মার্কেটের বিল্ডিং এর একটি অংশের ছাদের চাঙর। অল্পের জন্য দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন ব্যবসায়ীরা আর এরপরই কোচবিহার পৌরসভার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এই মার্কেটের ব্যবসায়ীরা। প্রায় ৫০বছরের পুরনো কোচবিহার রাসমেলা মাঠ সংলগ্ন এই দেশবন্ধু মার্কেট। বামফ্রন্ট পরিচালিত কোচবিহার পৌরসভা থাকাকালীনই নির্মিত হয় এই দেশবন্ধু মার্কেটের বিল্ডিং। এরপর কেটে গেছে বহু বছর। ১৯৯৫ সালে কোচবিহার পৌরসভার ক্ষমতা দখল করে কংগ্রেস এবং পরবর্তীতে তৃণমূল। কিন্তু এই দেশবন্ধু মার্কেট সংস্কারে কোনও রকম উদ্যোগ গ্রহণ করেনি তারা। আর এর ফলেই চরম বিপর্যয় নেমে এসেছে এই মার্কেটে।
এই দেশবন্ধু মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক অনির্বাণ সাহা এবং সভাপতি বিমল চক্রবর্তী এদিন বলেন, "এক ভয়াবহ সংকটের মুখোমুখি রয়েছেন এই দেশবন্ধু মার্কেটের ব্যবসায়ীরা। নড়বড়ে বাজারের বিল্ডিং। এর মধ্যেই আতঙ্ককে সাথী করে ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে তাদের। যে কোন মুহূর্তে এই বিল্ডিং পুরোপুরি ধ্বসে যেতে পারে বলে আশঙ্কা তাদের।"
এদিন তারা জানান, এই দেশবন্ধু মার্কেটে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সবজি বাজারের পাশাপাশি বসে মাছ, মাংস এবং ডিমের বাজারও। কিন্তু বাজার পরিছন্ন রাখবার ক্ষেত্রে কোনও রকম উদ্যোগ নেই কোচবিহার পৌরসভার। শুধু তাই-ই নয়, পানীয় জলের সুবন্দোবস্ত নেই এই বাজারে, নেই কোনও টয়লেট। বারবার এ ব্যাপারে কোচবিহার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের। তারা জানান, এই বাজারের ফুটপাতের ড্রেনের ওপরের স্ল্যাবগুলি ভেঙে রয়েছে দীর্ঘদিন যাবত। সম্প্রতি স্ল্যাব ভেঙে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক ক্রেতা। এটাও জানানো হয়েছে পৌরসভায়। কিন্তু বাজার সংস্কারের ক্ষেত্রে কোন রকম উদ্যোগ নেই তাদের। এই বাজার পরিদর্শনের জন্য পৌর প্রধান সহ সংশ্লিষ্ট এই ওয়ার্ডের কাউন্সিলরকে আসবার অনুরোধ জানানো হলেও তারা তা কর্ণপাত করেননি বলে অভিযোগ ব্যবসায়ী সমিতির এই কর্মকর্তাদের। দ্রুত এই বাজার সংস্কারের এদিন দাবি জানান তারা।
Deshbandhu Market CoochBehar
কোচবিহারের দেশবন্ধু মার্কেটে ভগ্নদশা, ক্ষোভে ব্যবসায়ী থেকে ক্রেতারা
এভাবেই ভেঙে পড়েছে কোচবিহার দেশবন্ধু মার্কেটের ছাদের চাঙর। ছবি- অমিত কুমার দেব।
×
Comments :0