primary education

প্রাথমিক শিক্ষায় চালু সেমিস্টার, অভিন্ন প্রশ্নপত্র,জাতীয় শিক্ষানীতি ক্লাস প্রথম শ্রেণী থেকেই

রাজ্য কলকাতা

প্রাথমিক শিক্ষায় রদবদল আনতে চলছে শিক্ষা পর্ষদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। ৬ মাস অন্তর হবে অর্থাৎ বছরে দুবার পরীক্ষা নেওয়া হবে। এই নিয়ম ২০২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হবে। থাকবে অভিন্ন প্রশ্নপত্র যা প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরী করবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। 
তিনি জানিয়েছেন, ‘‘বর্তমানে প্রাথমিক শিক্ষা কাঠামোর আমূল পরিবর্তন করছি। ২০২৫ সালেই আমরা পাঠক্রম কাঠামোতে পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম (সিবিসিএস)। প্রাথমিক শিক্ষা বর্ষে একাডেমিক বছরকে দুভাগে ভাগ করা হবে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হবে প্রথম সেমিস্টার এবং জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় সেমিস্টার। শুধু সেমিস্টার নয় থাকবে নম্বর ক্রেডিটের প্রক্রিয়াও।’’
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে প্রতি বিষয়ে দুটি সেমিস্টারে প্রতিটিতে থাকবে ১৩.৫ ক্রেডিট স্কোর। বছরে মোট ২৭ ক্রেডিট স্কোর হবে। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে মোট ৮০০ ঘণ্টা ক্লাস টাইম বেঁধে দেওয়া হবে। প্রতি সেমিস্টারে ৪০০ ঘন্টা যার মধ্যে ক্লাস হবে ৩৭৬ ঘন্টার এবং পরীক্ষা থাকবে মোট ২৪ ঘন্টার। 
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতি বিষয়ে দুটি সেমিস্টারে প্রতিটিতে থাকবে ১৬.৫ করে ক্রেডিট স্কোর। বছরে মোট ৩৩ ক্রেডিট স্কোর হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ১০০০ ঘণ্টা ক্লাস টাইম ফ্রেম বেঁধে দেওয়া হবে। প্রতি সেমিস্টারে ৫০০ ঘন্টা যার মধ্যে ক্লাস হবে ৪৬০ ঘণ্টার পরীক্ষা হবে ৬০ ঘণ্টার। 
গৌতম পাল আরও জানিয়েছেন, ‘‘ ২০২৫ শিক্ষা বর্ষ থেকে নতুন পাঠ্যক্রম কাঠামো যা গোটা পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল গুলিতে আমরা বাস্তবায়ন করছি। বিদ্যালয় শিক্ষা দপ্তরে কারিকুলাম ফ্রম ওয়ার্ক জমা দিয়েছিল শিক্ষা পর্ষদ। যা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অনুমোদনে বিদ্যালয় শিক্ষা দপ্তর ২৬ ডিসেম্বর প্রণয়ন করার অনুমতি দিয়েছেন। জাতীয় শিক্ষা নীতি ২০২০ উপর ভিত্তি করে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে রাজ্য শিক্ষা নীতি প্রণয়ন করেছি।’’ 
এছাড়াও বলা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্র করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট শ্রেণির নির্দিষ্ট বিষয়ের জন্য সেই প্রশ্নপত্র তৈরী করবে। এবং সেই প্রশ্নপত্রেই রাজ্যের সব স্কুলে পরীক্ষা নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment