Dengue Death

ফের মৃত্যু কলকাতায়, ডেঙ্গু মানতে নারাজ মেয়র

রাজ্য কলকাতা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জোড়াবাগান এলাকার বাসিন্দা বছর ৩৬’র এক যুবকের। জ্বরে আক্রান্ত হওয়ার পর রক্ত পরীক্ষা করলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। জানা গিয়েছে, মৃতের নাম বিট্টু সিংহ। গত শুক্রবার গভীর রাতে তাঁকে আর জি কর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর শংসাপত্রেও ডেঙ্গুর উল্লেখ রয়েছে। যদিও মেয়র ফিরহাদ হাকিম সে কথা মানতে চায়নি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু থাকলেও ডেঙ্গু লেখাতে আপত্তি মেয়রের। তাঁর দাবি ওই যুবক আগে যে সমস্ত মেডিকেল পরীক্ষা রিপোর্ট করিয়েছেন সেগুলি ডেঙ্গু নেগেটিভ ছিল। তাঁর বক্তব্য টেস্ট রিপোর্ট আইজিএম ছিল। টেস্ট রিপোর্ট কোথায়। ডেঙ্গু ফিভার লেখে দায়িত্ব এড়ানো যায় না। তার যে সাপোর্টিং ডকুমেন্ট দেয়নি আর জি কর হাসপাতাল। টেস্ট রিপোর্ট না থাকলে মুখে বলে দিলাম। ওই যুবক জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন। জ্বর মানেই সেটা ডেঙ্গু নয়। 
স্বাস্থ্য ভবনকে তদন্ত করতে বলা হয়েছে। ডেঙ্গু যে বাড়ছে তাও স্বীকার করছেন না মেয়র তিনি দাবি করেছেন ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধে অনেক প্রচার করায় কমেছে আক্রান্তের সংখ্যা। তাঁর দাবি গতবারের তুলনায় ৯৩ শতাংশ ডেঙ্গু কমেছে কলকাতায়। তাঁর কারণ হিসাবে তিনি নাগরিক সচেতনতা ও প্রশাসনিক তৎপরতার কথা বলেছেন। তিনি দাবি করেছেন কলকাতা পৌর সংস্থার ডেঙ্গু প্রতিরোধে জন্য এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। 
রাজ্যে এখনও প্রতিদিনই শ’য়ে শ’য়ে মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে চলেছেন বলে বিভিন্ন হাসপাতাল সূত্রের খবর। প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর সূত্রে যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চলতি বছরের জুলাই মাসে। অগাস্টে সেই সংখ্যাটা প্রায় আড়াইগুন বেড়ে হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য দপ্তরের  পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২৪ হাজারের বেশি। সরকারি হাসপাতালে ডেঙ্গু পজিটিভ রিপোর্টের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। বেসরকারি হাসপাতাল সেই সংখ্যাটা পাঁচ হাজারের বেশি। তবে রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও না কোথাও প্রায় রোজই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে তার খবর মিলছে দেরিতে। কলকাতা সহ জেলাগুলিতে ডেঙ্গুর বাড়বাড়ন্তে বেসামাল প্রশাসন। সরকারের তরফে নির্দিষ্ট কোনও পরিসংখ্যান নেই।
ডেঙ্গুর নিয়ে চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে বহুল। কিন্তু বিস্ময়করভাবে সেখানে ডেঙ্গুর বিপদকে লঘু করে দেখাতেই ব্যস্ত পৌর প্রশাসন। এই তথ্য চাপা দেওয়ার প্রবণতাই সাধারণ মানুষের পক্ষে প্রাণঘাতী হয়ে উঠছে বলে অভিমত চিকিৎসকদের।
জানা গেছে, জোড়াবাগান এলাকার বাসিন্দা মৃত ওই যুবকের প্লেটলেট অনেকটাই নেমে গিয়েছিল। সূত্রের খবর তাঁর শরীরে ডেঙ্গুর সমস্ত উপসর্গ থাকায় স্থানীয় চিকিৎসকরা তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

দুর্গাপুরে নতুন করে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে। শনিবার বেনাচিতি নতুনপল্লি এলাকায় এক ব্যবসায়ী ডেঙ্গুতে আক্রান্ত হন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। অপরদিকে এনটিপিএস থানার এমএএমসি এলাকায় একজন ডেঙ্গু আক্রান্তকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিকাশী নালা সংস্কার হয়না বলে অভিযোগ উঠেছে। বহু জায়গায় জল জমা হয়ে থাকছে। পৌর কর্পোরেশন জল জমা করবেন না বলে ফতোয়া জারি করে দায় সেরেছে। এদিকে সিটিসেন্টারে শাসকদলের ক্ষমতাধর এক প্রভাবশালীর পুজোয় পুকুর খনন করে জল জমা করা হয়েছিল, সেই জল এখনও রয়ে গেছে। 
 

Comments :0

Login to leave a comment