ক্রমশ আঁধারের দিকেই অগ্রসর হচ্ছে ভারতের জাতীয় পুরুষ দলের ভবিষ্যৎ। শীর্ষ লিগ আইএসএল এই মরশুমে কবে শুরু হবে তার সম্মক কোনো ধারণা নেই এআইএফএফ এবং এফএসডিএলের। এরই মাঝে বেশ কিছুটা আশার আলো দেখাতে পেরেছে মহিলা ফুটবল। মহিলা অনুর্দ্ধ ২০ দল প্রবেশ করেছে এএফসি ( এশিয়ান ফুটবল ফেডারেশন ) এশিয়ান কাপ অনুর্দ্ধ ২০ প্রতিযোগিতায়। তারই পুরস্কার স্বরূপ এআইএফএফ ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ) এই জাতীয় দলকে মোট ২১ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছে। এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বের গ্ৰুপে নিজেকে পারফরম্যান্সের ছাপ রেখেছে ভারতীয় দল । ইন্দোনেশিয়ার সঙ্গে ০-০ ড্র , তুর্কমেনিস্তানকে ৭-০ এবং মায়ানমারকে ১-০ গোলে হারিয়েছিল ভারত। এআইএফএফ SAI বা সাইয়ের ( স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া ) সঙ্গে জোট বেঁধে মহিলা ফুটবলের পরিকাঠামোগত উন্নতির দিকে নজর দিয়েছে। নিচু স্তর থেকে শুরু করে উপরের স্তর পর্যন্ত পুরোটাই একটা পদ্ধতিগতভাবেই এগিয়ে চলেছে। তারই ফল এই সাফল্য।
INDIAN WOMEN'S U-20 NATIONAL FOOTBALL TEAM
ভারতের মহিলা ফুটবল দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা ফেডারেশনের

×
Comments :0