Debra Protest

জনরোষে গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা, ঘেরাও ডেবরায়

জেলা

ডেবরা ব্লকের লোয়াদা ষাঁড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে তৃণমূল কংগ্রেসের তোলাবাজ দুষ্কৃতী বাহিনীকে তাড়িয়ে গেটে তালা লাগিয়ে কৃষক খেতমজুরদের বিক্ষোভ। বুধবার হয় এই বিক্ষোভ। ছবি: চিন্ময় কর

আর হুমকি সহ তোলাবাজ দুষ্কৃতী বাহিনী লেলিয়ে গরিব মানুষকে দমানো যাবে না বুঝিয়ে দিল ডেবরা ব্লকের লোয়াদা গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক খেতমজুররা। 
ব্রিগেড সমাবেশ থেকে ফিরে এসে গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলিতে চলবে বুথ ভিত্তিক খতিয়ান চেয়ে লড়াই।  বুধবার তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনীকে এক প্রকার তাড়া করে গ্রাম পঞ্চায়েত দপ্তর ছাড়া করল  গ্রামের মানুষ। গত বুধবারের এই বিক্ষোভের রেশ পড়েছে গোটা এলাকায়।
সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের ডাকে কাজ, আবাসের দাবির সঙ্গে সামাজিক ভাতা ঘিরে দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়েছিলেন লোয়াদার কৃষিজীবীরা। কিন্তু বাধা দিতে নামে তৃণমূল। হুমকিও দেওয়া হয়। খবর যেতেই গ্রাম ভেঙে মানুষ শামিল হন প্রতিবাদে। জনরোষ আছড়ে পড়ে পঞ্চায়েত দপ্তরে।  বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে তুমুল বিক্ষোভ চলে। ঘেরাও করে রাখা হয় পঞ্চায়েত দপ্তর। 
ডেবরা ব্লকের লোয়াদা-ষাঁড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তরের এই পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে কতটা লড়াইয়ের মেজাজে রয়েছেন কৃষিজীবী, শ্রমজীবীরা। 
তৃণমূলের নেতা, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানকে উদ্ধার করতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে জনরোষ আরোও তীব্র হয়। স্লোগান  ওঠে, চোরদের আড়াল করা চলবে না। চোরদের পাহারাদার পুলিশ তুমি দূর হটো। 
কৃষক নেতা প্রাণকৃষ্ণ মণ্ডল, যুব নেতা সুমিত অধিকারী বলেন, এই গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬০ ভাগ মানুষ খেতমজুর মানুষ। আজ তৃণমূলের চুরির কারণে দীর্ঘ তিন বছর একশো দিনের কাজ নেই। কয়েক হাজার পরিবার এখনো সেই কাজের  বকেয়া মজুরি পায়নি। কেন্দ্রের বিজেপি সরকার তৃণমূলের চোরদের  শাস্তি না দিয়ে গরিব মানুষের একশো দিনের কাজটাই কেড়ে নিল। এখন ‘জবকার্ড বাঁচাও’ দাবিতে ডাকে শতশত মানুষ শামিল হয়েছেন এই আন্দোলনে। কাজ চেয়ে ‘৪-ক‘ ফর্ম জমা দেওয়ার দাবি নিয়ে হাজির হন জনতা। তাতেই হম্বিতম্বি শুরু করে তৃণমূ;। চলে হুমকি। রুষে ওঠেন গ্রামবাসীরা। তালাবন্ধ করা হয় গেট।
শেষ পর্যন্ত উপপ্রধান পুলিশি পাহারায় হাত জেড়ো করে ক্ষমা চান। ফর্ম জমা নেওয়ার লিখিত প্রতিশ্রুতি  দিতে বাধ্য হন। আবাস দুর্নীতি ও সামাজিক ভাতাগুলির বঞ্চনা এবং বঞ্চিতদের বুথ ভিত্তিক তালিকা প্রকাশের জন্য এক সপ্তাহ  সময় চান। রাত সাড়ে সাতটার পর ঘেরাও বিক্ষোভ তুলে নেওয়া হয়। ডেবরা ব্লকের লোয়াদা ষাঁড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে তৃণমূল কংগ্রেসের তোলাবাজ দুষ্কৃতী বাহিনীকে তাড়িয়ে গেটে তালা লাগিয়ে কৃষক খেতমজুরদের বিক্ষোভ। বুধবার হয় এই বিক্ষোভ।

Comments :0

Login to leave a comment