তুঙ্গে মোহনবাগানের সঙ্গে আইএফএ - র সংঘাত। আগামী ১৩ আগষ্ট মোহনবাগানের নিজেদের মাঠেই কলকাতা লিগের ম্যাচ খেলার কথা ছিল। তবে পরবর্তীতে মাঠে টাওয়ার বসানোর অনুমতি না পাওয়ায় সেই ম্যাচ সরে যায় নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে। ১২ তারিখ ফের একবার চিঠি দিয়ে তারা জানিয়েছে যে তাদের পক্ষে ১৩ তারিখ ম্যাচ খেলা সম্ভব নয়। ম্যাচটি হওয়ার কথা ছিল মেসার্স ক্লাবের বিরুদ্ধে। ডুরান্ড কাপ শেষ হয়ে যাওয়ার পরই তারা নামবে কলকাতা লিগের ম্যাচে।
কারণ হিসেবে উঠে আসছে যে বিষয়টি। দুরান্ডে স্কোয়াডের প্রায় ১৬ জন ফুটবলার রয়েছে মোহনবাগানের কলকাতা লিগের দলে। ফলে একইসঙ্গে দুই প্রতিযোগিতায় খেলতে হচ্ছে অনেক ফুটবলারদের। তাই সেই ক্লান্তির কারণেই এ হেন সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। তবে মোহনবাগানের এই চিঠির কোনো সদুত্তর এখনও মেলেনি আইএফএর তরফ থেকে। ফলে আগামী বুধবারের এই ম্যাচ পিছনো হবে কিনা সেই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইএফএ।
Comments :0