Blood Donation Camp

নিউ ব্যারাকপুরে রক্তদান শিবির

জেলা

বিচারহীন আরজি করের এক বছর। বিচারের দাবিতে আওয়াজ উঠেছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। রবিবার নিউ ব্যারাকপুর এলাকায় আরজিকরের বিচারের দাবিতে এবং শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত মহিলা সমিতি নিউ ব্যারাকপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে। মোট ৭৮ জন রক্তদাতা রক্তদান করেন।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পর্বতারোহী পিয়ালী বসাক, অভিনেতা চন্দন সেন, ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সপ্তর্ষি দেব, সভাপতি দেবজ্যোতি চক্রবর্তী, এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, জেলা সম্পাদক আকাশ কর, জেলা সভাপতি দীপ্তজিৎ দাস, নিউ ব্যারাকপুর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক মানিক দত্তগুপ্ত, মহিলা নেত্রী পূরবী সরকার, পার্টি নেতৃত্ব আত্রেয়ী গুহ, আহমেদ আলি খান, পুলক কর, সুনীত ঘোষ সহ অনেকে।

Comments :0

Login to leave a comment