রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পর্বতারোহী পিয়ালী বসাক, অভিনেতা চন্দন সেন, ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সপ্তর্ষি দেব, সভাপতি দেবজ্যোতি চক্রবর্তী, এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, জেলা সম্পাদক আকাশ কর, জেলা সভাপতি দীপ্তজিৎ দাস, নিউ ব্যারাকপুর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক মানিক দত্তগুপ্ত, মহিলা নেত্রী পূরবী সরকার, পার্টি নেতৃত্ব আত্রেয়ী গুহ, আহমেদ আলি খান, পুলক কর, সুনীত ঘোষ সহ অনেকে।
Blood Donation Camp
নিউ ব্যারাকপুরে রক্তদান শিবির

×
Comments :0