jalpaiguri

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে ম্যারাথন জলপাইগুড়িতে

রাজ্য জেলা

শনিবার  বৃষ্টিভেজা সাতসকালে অভয়ার খুনিদের শাস্তির দাবিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন জলপাইগুড়ির জেলার বিভিন্ন এলাকার ক্রীড়াবিদরা। কোনপাকুড়ী থেকে পান্ডাপাড়া কালীবাড়ি মোড় পর্যন্ত ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন কমিটির উদ্যোগে বিচারহীন অভয়ার এক বছর পূর্তিতে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতৃত্ব ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন কমিটির অন্যতম সংগঠক  পীযুষ মিশ্র। বৃষ্টির মধ্যে আয়োজিত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে সফল করতে ভোর থেকেই জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তার কোনপাকুড়ী মোরে পৌঁছে যান ছাত্র যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, যুবনেতা দেবরাজ বর্মন,  প্রভাকর সরকার, এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, ক্ষুদিরাম আত্মবলিদান দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক রাজীব দত্ত, রিয়াজ আহমেদ, ক্ষুদিরাম বসু আত্মবলিদান উদযাপন কমিটির সংগঠক অহিদুল ইসলাম, অঞ্জন সেন, মৃদুল বোস, রাজীব ভট্টাচার্য, পর্না নাগ চক্রবর্তী, পিয়ালী গুহ রায় সহ অন্যান্য গণ সংগঠন এর নেতৃবৃন্দ। 
পীযুষ মিশ্র বলেন, মজলপাইগুড়ি জেলার হলদিবাড়ি রাস্তার কোনপাকুড়ী মোর এলাকা থেকে পান্ডা পাড়া কালিবাড়ি মোর পর্যন্ত ১০ বছরের সায়ন রায় থেকে  থেকে ২৮ বছরের যুবক পর্যন্ত ছাত্র যুব ক্রীড়াবিদরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন তা সত্যি উৎসাহ জনক। এক বছর আগে আর জি কর হাসপাতালে কর্মরত এক চিকিৎসককে খুন হতে হয়েছিল তারপর থেকে সমগ্র পশ্চিমবাংলা সহ দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদে গর্জে উঠলেও এক বছরে ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার শুরু হয়নি। এক বছর ধরে অভয়ার মা বাবা থানা, পুলিশ, কোর্ট সকলের দরজার কড়া নেড়েও সঠিক বিচারের দিশা দেখতে পাননি। যেভাবে আর কি কর এর ঘটনা ঘটানো হয়েছিল তা গোটা সভ্য সমাজের কাছে লজ্জার। 
শনিবার ভোরের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকে শুরু হয়ে আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।  শহীদ ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক রাজীব দত্ত, রিয়াজ আহমেদ জানান শনিবার সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে তিন দিন ব্যাপী বোসে আঁকো প্রতিযোগিতা, বিতর্ক, স্বাধীনতা সংগ্রামীদের ভাবনায় ভারত ও আজকের ভারত শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করবেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাজ্ঞন দে ও ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব দেবরাজ বর্মন। এছাড়াও রয়েছে কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানে জলপাইগুড়ি সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে এসে তাদের সক্রীয় সহযোগিতার মধ্য দিয়ে আনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার আহবান জানিয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন কমিটি। ম্যারাথন  সহ  সমস্ত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আগামী ১১ আগস্ট  সন্ধ্যায় শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপনের অনুষ্ঠানের মঞ্চে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment