Kabita — AYAN PANDIT / NATUNPATA - 16 October

কবিতা — পঙ্কার - ভবিষ্যৎ / নতুনপাতা

ছোটদের বিভাগ

Kabita  AYAN PANDIT  NATUNPATA - 16 October

নতুনপাতা

কবিতা

পঙ্কার - ভবিষ্যৎ
অয়ন পন্ডিত

হাত দুটো লিকলিকে, ঠ্যাংদুটো যা রোগা। 
তুই পঙ্কা হবি ঠিক, পুলিশ বা দারোগা।

পেটে পিলে, হাড়গিলে, মাথা ঘোরে দৈনিক। 
বড় হয়ে হবি তুই মিলিটারি-সৈনিক। 
বুকে হাড় গোনা যায়, মুখে ম্যাপ নকশা, 
তুই পঙ্কা হবি ঠিক বিখ্যাত বক্সার। 
রোগে ভোগা, দেহ তোর, নয় মোটে সুস্থির,
বড় হয়ে হবি তুই, ওস্তাদ কুস্তির। 
জামা-প্যান্ট খুলতেই দিস নাকি দশ টান 
বড় হয়ে হবি তুই নামকরা মস্তান। 
এ জীবনে কোনওভাবে যাস যদি উত্তরে 
মরে গেলে তুই পঙ্কা, হবি ঠিক ভুতরে।

 

Comments :0

Login to leave a comment