Weather

ফের রেকর্ড শীতে, দক্ষিণে বাড়বে পারদ, উত্তরে তুষারপাত

রাজ্য কলকাতা

পারদ পতনের রোজ রেকর্ড গড়ছে শীত। মঙ্গলবারই তাপমাত্রার নিরিখে এই মরসুমের শীতলতম দিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। উত্তর থেকে দক্ষিণ গোটা বঙ্গ জুড়ে শৈত্য প্রবাহের সঙ্গে দেখা যাচ্ছে কুয়াশার দাপট।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দুদিন একই রকম থাকবে। নতুন বছরের শুরুতে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরও কিছুটা ফিকে হবে শীত। বাড়বে দিনের তাপমাত্রা। ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। চলতো মরসুমে আজ নিয়ে তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে থাকলো। পশ্চিমের জেলা গুলির মধ্যে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তরবঙ্গে আগামী ৭ দিনে তাপমাত্রার তারতম্য হবে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, বছরের শুরুতে সিকিম, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। হতে পারে তুষারপাতও। ৩১ থেকে ২ পর্যন্ত দার্জিলিঙ, কালিংপঙ ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি ও তুষার পাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর দার্জিলিঙের পাহাড়ি এলাকায় তুষারপাত হবে। সমতলে বৃষ্টি।

Comments :0

Login to leave a comment