বিরাটির যদুবাবু বাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে দেখা করলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক পলাশ দাস সহ স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব। ক্ষতিগ্রস্থদের সাথে দীর্ঘ সময় কথা বলেন তারা। তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় নেতৃত্বের পক্ষ থেকে।
সোমবার গভীর রাত দেড়টা নাগাদ যদুবাবু বাজারে আগুন লাগে। মুহুর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭টি ইঞ্জিন। আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়।
দমকল ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা সরু হওয়ার কারণে বাজারের ভিতরে যেতে পারেনি। তাই পাশের উড়ালপুলে দমকলের গাড়িগুলি দাঁড় করিয়ে আগুন নেভানোর কাজ চলে। মঙ্গলবার সকালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই অগ্নিকাণ্ডে যদুবাজারের ২০০টি দোকান পুড়ে গিয়েছে, ব্যবসায়ীরা কার্যত সর্বস্বান্ত হয়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা বলছেন, গভীর রাতে প্রথমে বাজারের একটি দোকানে আগুন লাগে, পরে তা অল্প সময়ের মধ্যেই গোটা বাজারে তা ছড়িয়ে পড়ে।
Birati market fire
বিরাটি বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করলেন মীনাক্ষী মুখার্জি সহ নেতৃত্ব
×
Comments :0