কলকাতায় বায়ুর গুণমান টানা বিপজ্জনক স্তরেই থাকছে। সমস্যা স্বীকার করছে কলকাতা কর্পোরেশন। তবে বায়ুদূ্ষণের জন্য মুখ্যত রাস্তায় আগুন পোহানোকেই দায়ী করা হচ্ছে। মঙ্গলবারই কলকাতায় বায়ুর গুণমান সূচক ২৯৩। পরিবেশবিদদের হিসেবে যা ‘বিপজ্জনক’।
জাকিয়ে শীত সঙ্গে ঘন কুয়াশা। গোটা দেশ সহ এরাজ্যে আগামী ২ জানুয়ারি পর্যন্ত কুয়াশার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। একদিকে কুয়াশা অন্যদিকে বায়ুর গুণমান সূচকের মান নেমে যাচ্ছে। মৌসম ভবন জানাচ্ছে পাকিস্তান, ভারত হয়ে বাংলাদেশ পর্যন্ত প্রায় ২১০০ কিমি দীর্ঘ কুয়াশা-করিডর রয়েছে।
শহর কলকাতায় পাতা, টায়ার বা কাঠ ইত্যাদি জ্বালিয়ে আগুন পোহানোর ছবি দেখা যাচ্ছে। মুখ্যত ফুটপাতবাসী অথবা জীবিকার জন্য রাস্তাতেই দীর্ঘক্ষণ থাকতে হয়, এমন অংশই বাধ্য হচ্ছে খোলা আকাশের নিচে প্রবল ঠাণ্ডায় আঁচ পোহাতে।
চলতি মাসেই কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে বায়ুদূষণ ও মাইক্রোপ্লাস্টিক কণার দূষণের জেরে মানুষের শ্বাসকষ্ট জনিত সমস্যা বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনা হলো, কলকাতায় বায়ুর গুণমান দীর্ঘসময় ধরেই খারাপ। আগুন পোহানো যদিও চলছে গত কয়েকদিন, ঠাণ্ডা বেড়ে যাওয়ায়।
এদিন কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানিয়েছেন যে সংশ্লিষ্ট বিভাগ সারা বছর ধরে সচেতনতার প্রচার করে। তিনি বলেছেন, "রাতের দিকে এই আগুন পোহানো চিত্র দেখা যায়। তখন কর্পোরেশনের কর্মীদের দিনের কাজ শেষ হয়ে যায়। কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টা দায়িত্বে থাকে। তাই আমাদের দপ্তর থেকে লালবাজারের ডিসি হেড কোয়ার্টারকে চিঠি দেওয়া হয়েছে। যাতে সব থানা এই বিষয়ে নজরদারি করে।"
তিনি বলেছেন যে শাস্তি নয়, সচেতনতার প্রচার করতে পারি আমরা।
কিন্তু আগুন পোহানো বাতাসের গুণমানের জন্য দায়ী কতটা সে প্রশ্নও রয়েছে। এর আগে দিল্লিতে দেখা গিয়েছে প্রশাসন আশপাশের রাজ্যের কৃষকদের খড়কুটোয় আগুন জ্বালানোকেই দায়ী করেছে। সমীক্ষা জানিয়েছে নির্মাণ, জ্বালানি পোড়ানোর মতো কারণও যথেষ্ট দায়ী।
কলকাতাতেও দেখা গিয়েছে যে বহুতল নির্মাণের সময় ধূলিকণা বাতাসে মেশে। যার জেরেও ভয়ঙ্কর বায়ুদূষণ হয়। সেই বিষয়ে নজরদারির অভাব রয়েছে। কলকাতা কর্পোরেশনের তরফে নির্মাণের জায়গায় ঢেকে কাজ করতে বলে হয়েছে।
মেয়র পারিষদ বলছেন, সচেতনতা হিসাবে কর্পোরেশনের পরিবেশ বিভাগ স্থানীয় স্কুলের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রদের মধ্যে প্রচার করছে। যাতে তারা এই প্রচার সমাজের অন্য অংশে নিয়ে যেতে পারে।
AQI KOLKATA
কলকাতায় বায়ুদূষণে আগুন পোহানোকে দায়ী করছে কর্পোরেশন, দায়িত্ব পুলিশকে
×
Comments :0