Swiss Bar Explosion

সুইৎজারল্যান্ডের রিসর্টে বিস্ফোরণ, মৃত অন্তত ৪০, আহত শতাধিক

আন্তর্জাতিক

সুইৎজারল্যান্ডের রিসর্টে নতুন বছরের অনুষ্ঠানে জমেছিল ভিড়। ক্রাস মন্টানা পৌর এলাকায় সেই আলপাইন স্কি রিসর্টে লেগে যায় ভয়াবহ আগুন। অন্তত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। 
সংবাদসংস্থা জানাচ্ছে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের অনেককে। অন্তত একশো জন আহত বলে প্রাথমিক অনুমান প্রশাসনের। 
রিসর্ট থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। তবে প্রশাসনের বক্তব্য এই বিলাসবহুল রিসর্টে কোনও সন্ত্রাসবাদী হামলা হয়নি। একাংশের অনুমান বর্ষবরণের অনুষ্ঠানে পাইরোটেকনিক ব্যবহার করা হয়েছিল। এই ব্যবস্থায় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আলো, ধোঁয়া এমনকি আতসবাজিও ব্যবহার করা হয়। তা থেকে লেগে থাকতে পারে আগুন। পুলিশ জানিয়েছে, পুরো এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। এমনকি ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment