এসআইআর’র কাজে যুক্ত নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়েরে ক্ষোভ জানালো সিইও’র দপ্তর। পরোক্ষে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার পরপর টুইট করা হয়েছে সিইও’র হ্যান্ডেল থেকে।
পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়ালের তরফে বলা হয়েছে যে পরিকল্পিত এবং ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বলা হয়েছে, ধারাবাহিক এবং বানানো অভিযোগ দায়ের করার পিছনে যে ষড়যন্ত্র রয়েছে তা খুঁজে বের করা হবে।
গত সোমবার দুই প্রবীণ ব্যক্তির পরিবারের তরফে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। দুই পরিবারের অভিযোগ, এসআইআর’র শুনানির নোটিশ পৌঁছানোর জেরে মারা গিয়েছেন তাঁদের আত্মীয়েরা।
এদিকে সিইও দপ্তর বলেছে, এমন অভিযোগ দায়েরের পিছনে রয়েছে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য জড়িত আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা করা।
West Bengal CEO
এসআইআর ঘিরে পুলিশে দায়ের অভিযোগকে ‘পরিকল্পিত’, ‘অসত্য’ বলছে কমিশন
×
Comments :0