অন্ধ্র প্রদেশে আসন সমঝোতার জন্য বামপন্থী দুই দলের সঙ্গেই আলোচনা চালাচ্ছে কংগ্রেস। সিপিআই(এম) এবং সিপিআই রাজ্য সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির।
লোকসভার পাশাপাশি ২০২৪ সালেই বিধানসভা নির্বাচন অন্ধ্র প্রদেশে। বিধানসভার মোট আসন ১৭৫। এ রাজ্য থেকেই ২৫টি লোকসভা আসনও রয়েছে। রাজ্যের সরকারে আসীন ওয়াইএসআর কংগ্রেস। বিরোধী শিবিরে রয়েছে তেলেগু দেশম।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক এস শ্রীনিবাস রাও বলেছেন, ‘‘ওয়াইএসআর কংগ্রেস এবং তেলুগু দেশম দু’দলই বিজেপি’র সঙ্গে বোঝাপড়া করে চলে। রাজ্যের মানুষের সমর্থন নামমাত্র হলেও এই দুই দলের জন্য অন্ধ্রে নিজেদের নীতি চাপিয়ে দিতে পারছে কেন্দ্রের বিজেপি সরকার।’’
গত শুক্রবার বিজয়ওয়াড়ায় প্রদেশ কংগ্রেস দপ্তরে শ্রীনিবাস রাওয়ের সঙ্গে ছিলেন সিপিআই(এম) নেতা ওয়াইভি রাও। সিপিআই রাজ্য সম্পাদক কে রামকৃষ্ণও অংশ নেন আলোচনায়। অন্ধ্রে কংগ্রেসের প্রদেশ সভাপতি ওয়াইএস শর্মিলা রেড্ডির সঙ্গে আলোচনা হয়েছে তাঁদের।
শর্মিলা বলেছেন, ‘‘রাজ্য ভাগ হওয়ার পর অন্ধ্র প্রদেশের বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়ার কথা ছিল। ২০১৪’র নির্বাচনে বিজেপি সেই প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই অভিমুখে কোনও তৎপরতাই নেই। রাজ্যে ওয়াইএসআর কংগ্রেস সরকার এবং বিরোধী দল হিসেবে তেলুগু দেশমও দাবি জানায় না। রাজ্যের প্রাপ্য আদায় করা হচ্ছে না। ভুগছেন জনগণ।’’
তিনি বলেন, ‘‘রাজ্যের দাবি আদায়ে সব শক্তিকে একত্রিত করা দরকার। কংগ্রেস বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা করে লড়বে বিধানসভা এবং লোকসভা নির্বাচন।’’
২৬ ফেব্রুয়ারি অনন্তপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জনসভা। বামপন্থী নেতৃবৃন্দকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শর্মিলা।
ANDHRA LEFT CONGRESS
অন্ধ্রে বামপন্থীদের আসন সমঝোতা করছে কংগ্রেস
×
Comments :0