Assam

আসামে পাচার হওয়ার মুখে উদ্ধার ২৪ জন মহিলা এবং তিনজন শিশু

জাতীয়

পাচারের আগে আসামের তিনসুকিয়া থেকে উদ্ধার ২৪ জন মহিলা এবং তিনজন শিশু কন্যা। আরপিএফ এবং জিআরপি’র যৌথ অভিযানে এই পাচার চক্রকে ধরা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে ট্রেনে চেকিংয়ের সময় এই চক্র ধরা পড়ে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে। 
জানা গিয়েছে এস-১ কোচের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ জানতে পারেন যে, কোয়েম্বাটোরে অবস্থিত রথিনাম আরুমুগান রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ফাউন্ডেশন নামে একটি সংস্থা, যার শাখা অফিস তিনসুকিয়ায়, চাকরির প্রস্তাবের নাম করে মেয়েদের তামিলনাড়ুর তিরুপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।

স্থানীয় পুলিশ এবং চাইল্ড হেল্পলাইনের সহায়তায় যাচাইকরণে ভ্রমণ নথিতে অসঙ্গতি দেখা যায়। ২৭ জনের মধ্যে কেবল একজনের বৈধ নথিপত্র ছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ জন মহিলা এবং তিনজন শিশু যাদের উদ্ধার করা গিয়েছে তাদের পরিবারের খোঁজ করা হচ্ছে। খোঁজ পেলে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হ

Comments :0

Login to leave a comment