QUIZ NATUNPATA 15 JUNE ANS.

নতুনপাতা বলতে পারো / সমাধান ১৫ জুন

ছোটদের বিভাগ

QUIZ NATUNPATA 15 JUNE 2023  ANS

বলতে পারো / সমাধান ১৫ জুন 
অমল কর

জিজ্ঞাসা 
 

১) বিশ্বে কোন্ এভারেস্ট পর্বতারোহী শেরপা সবচেয়ে বেশিবার উত্তুঙ্গ শৃঙ্গে(উচ্চতা ৮৮৪৮.৮৬মিটার) ওঠেন।
২) ২২টি বিশ্বকাপ ফুটবলে (১৯৩০
থেকে ২০২২ পর্যন্ত) সর্বাধিক গোলের জন্য প্রতিবার কে কে গোল্ডেন বুট জয়ী?
৩)বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
৪)১০০ গ্ৰাম জামরুলে কি কি স্বাস্থ্যকর
উপাদান থাকে?
৫) ভুটানের জাতীয় পাখির কি নাম?
৬) বায়ুর চাপ মাপতে কোন্ যন্ত্র লাগে?

সমাধান
 

১) কিমি রিটা ( ৫৩ বছর বয়স্ক)
মোট ২৭ বার এভারেস্ট শৃঙ্গে ওঠেন।
প্রথমবার ওঠেন ১৩/০৫/১৯৯৪ সালে।
২)১৯৩০ থেকে যথাক্রমে গিলারমো
স্টেবেল,ওল্ডরিচ নেজেডলি,লিওনিডাস,
এডেমির,স্যান্ডর কোকসিস, জাস্ট ফন্টেইন, ফ্লোরিয়ান আলবার্ট,ইউসেবিও,
গার্ড মুলার,
গরজেগোরস লাটো,
মারিও কেম্পেস, পাওলো রসি,গ্যারি 
লাইঙ্কার, সালভাটোর শিলাচি , ওলেগ
সালেঙ্কো , দাভর সুকার, রোনালদো 
নাজারিও,মিরোস্লাভ ক্লোজে,টমাস মুলার, জেমস রড্রিগেজ,হ্যারি কেন,
এবং কিলিয়ান এমবাপে ২০২২)। 
৩) মিশরের নীলনদ বিশ্বের দীর্ঘতম
নদী ,১৬০০ কিমি।
৪)১০০ গ্ৰাম জামরুলে ২২ মাইক্রোগ্ৰাম
ভিটামিন সি,২৯ মিলিগ্ৰাম ক্যালসিয়াম
থাকে। শর্করা ও ওজন কমাতে ফলটি সহায়ক ।
৫) 'কাক' ভুটানের জাতীয় পাখি ।
৬)ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ নির্ণয় করা হয়।

Comments :0

Login to leave a comment