পার্টি সদস্য এবং পার্টিকর্মী তো বটেই। তার বাইরে সমর্থক এমনকি মতামত দিতে আগ্রহী অংশের বক্তব্যও শুনবে সিপিআই(এম)। তিন স্তর থেকে তুলে আনা মতামতের ভিত্তিতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হবে কল্যাণীতে। ২৩-২৫ আগস্ট এই অধিবেশনে আন্দোলনের রূপরেখা নির্দিষ্ট হবে। সেলিম বলেছেন, মাটি কামড়েই চলবে লড়াই।
রাজ্য কমিটির দু’দিনের বৈঠকের পর, বৃহস্পতিবার, এই সাংগঠনিক লক্ষ্য জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্য কমিটির বৈঠকে অংশ নেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি জানিয়েছেন কেরালাতে সদ্য শেষ হয়েছে প্রাথমিক হয়েছে পর্যালোচনা। দেশের বিভিন্ন জায়গায় চলছে আলোচনা।
বর্ধিত অধিবেশনের আগে ২৮-৩০ জুন দিল্লিতে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেলিম বলেছেন, ‘‘কেন্দ্রীয় কমিটির বৈঠকে নির্বাচনে পর্যালোচনা হবে সারা দেশের। আন্দোলন সংগ্রামের ধারাও নির্দিষ্ট হবে। সেই অনুসারে আমরা বর্ধিত অধিবেশনে বিশদে চর্চা করব।’’
রাজ্য কমিটির সিদ্ধান্ত প্রসঙ্গে সেলিম বলেছেন, ‘‘নির্বাচনের পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন লড়াই জারি থাকবে। সংগঠনকে আমরা আরও দৃঢ় করব। প্রচারে জনতার সঙ্গে মতবিনিময়ে বহু বিষয় উঠে এসেছে। শ্রমিক-কৃষক-ছাত্র-যুব-খেটে খাওয়া প্রান্তিক অংশের বক্তব্য উঠে এসেছে। তফসিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু, অন্য অনগ্রসর অংশের কথাও উঠে এসেছে। এই সব বিষয় নিয়েই চলবে আন্দোলন। মাটি কামড়েই লড়াই হবে।’’
ইয়েচুরিও জানিয়েছে সারা দেশেই, একদিকে জনতার জীবন-জীবিকার বিষয়, আরেকদিকে সংবিধান-গণতন্ত্র রক্ষার লড়াই করবে সিপিআই(এম)। সংসদের ভেতরে এবং বাইরে চলবে লড়াই। পর্যালোচনার পাশাপাশি নির্বাচনী লড়াইয় থেকে শিক্ষা নেওয়ার কাজও চলবে।
রাজ্যে তিন স্তরে পর্যালোচনার লক্ষ্য বিশদে জানান সেলিম। এর আগে ফল বেরনোর কিছু পরই বহরমপুরে সাংবাদিক সম্মেলনে এই লক্ষ্য জানিয়েছিলেন তিনি। তিন স্তরে আলোচনা প্রসঙ্গে সেলিম বলেছেন, ‘‘এক, পার্টির জেলা, এরিয়া কমিটি এবং প্রতিটি শাখা স্তরে হবে আলোচনা। দুই, পার্টি সদস্য নন কিন্তু নির্বাচনে কর্মী থেকেছেন একটি অংশ। আমাদের দরদি সমব্যথী হয়ে এই বিষম পরিস্থিতিতে তাঁরা সহায়তা করেছেন। তাঁদের মতামত নেওয়া হবে। তিন, কাজ করেননি কিন্তু বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখেন, রাজ্যকে বোঝে এমন অংশ রয়েছে। কী ঘটেছে, কেন ঘটেছে সে বিষয়ে এই অংশ যে মতামত, তাঁদের বিশ্লেষণ আমরা নেব। এমন মতামত আমরা পাচ্ছি। তার ভিত্তিতেতে কল্যাণীতে হবে আলোচনা।’’
ইয়েচুরি এদিন বলেন, ‘‘এরাজ্যের প্রচার অত্যন্ত ভালো হয়েছে। বিশেষ করে নতুন অংশের যোগদান উৎসাহজনক। বাংলা এবং দেশের পক্ষেও তা ভালো। নতুনদের মধ্যে উৎসাহ আন্দোলনকে এগিয়ে নিতে সাহায্য করবে।’’
CPI(M) Md Salim
জনতার দাবি নিয়ে চলবে মাটি কামড়ে লড়াই: সেলিম
×
Comments :0