QUZE | AML KAR | NATUNPATA — 2025 DECEMBER 26 — ANS.

বলতে পারো | অমল কর | নতুনপাতা — ২০২৫ ডিসেম্বর ২৬ — উত্তর

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  2025 DECEMBER 26  ANS

বলতে পারো | অমল কর | নতুনপাতা২০২৫ ডিসেম্বর ২৬উত্তর

জিজ্ঞাসা

 

১. পুরুষ বিভাগে ফিফার ২০২৪ সালে বর্ষসেরা ফুটবলার কে?
২. মহিলা বিভাগে ফিফার ২০২৪ সালে বর্ষসেরা ফুটবলার কে?
৩. চলচ্চিত্র নির্মাতা রাজা মিত্র সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৪. ২০২৪ সালে ক্ষুদ্রতম দিন কোনটি?
৫. কবে প্রতিষ্ঠিত হয় 'বঙ্গীয় গ্ৰন্থাগার পরিষদ'? কে ছিলেন প্রতিষ্ঠাতা?
৬. ভিন্ন আঙ্গিকে চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।

সমাধান 

 

১. পুরুষ বিভাগে ফিফার ২০২৪ সালের বিশ্বসেরা-বর্ষসেরা ফুটবলার ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ।
২. মহিলা বিভাগে ফিফার ২০২৪ সালের বিশ্বসেরা- বর্ষসেরা ফুটবলার আইতানা বোনামাটি।
৩. কবি-চলচ্চিত্রকার রাজা মিত্র (জন্ম ১৯৪৫,মৃত্যু ২০/১২/২৪) ১৯৮৭ সালে প্রথম চলচ্চিত্র 'একটি জীবন' তৈরি করে ইন্দিরা গান্ধি জাতীয় পুরস্কার সহ স্বর্ণকমল রজতকমল সহ ৬ টি পুরস্কার লাভ করেন।তিনি জীবন পটুয়া, বিদ্যাসাগর, আশ্রয় ইত্যাকার  ৩২ টি তথ্যচিত্র নির্মাণ করেন।
৪. ১৯২৫ সালের ২০ শে ডিসেম্বর 'বঙ্গীয় গ্ৰন্থাগার পরিষদ ' প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. ২০২৪ সালের ২১ শে ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন তথা দীর্ঘতম রাত । মকরক্রান্তি রেখার উপর সূর্যের লম্বাকারে অবস্থানের জন্য এমনটি হয়।
৬. লেখক ও চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল ( জন্ম ১৯৩৪ সাল) ২৪ টি পূর্ণ দৈর্ঘ্য,৭০ টি তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা। তাঁর নির্মিত ছবি ১৮ টি জাতীয় পুরস্কারপ্রাপ্ত। তিনি ফিলম ফেয়ার, পদ্মশ্রী,পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে ইত্যাকার সম্মাননাপ্রাপ্ত। তিনি সমান্তরাল সিনেমা আন্দোলনের পথিকৃৎ।

 

Comments :0

Login to leave a comment